logo
Wednesday , 27 July 2022
  1. সকল নিউজ

কঙ্গোয় জাতিসংঘ বিরোধী বিক্ষোভ; সংঘাতে নিহত ১৫

প্রতিবেদক
admin
July 27, 2022 9:22 am

আফ্রিকার দেশ কঙ্গোয় জাতিসংঘ বিরোধী বিক্ষোভ-সংঘাতে প্রাণ হারালেন কমপক্ষে ১৫ জন। এরমধ্যে শান্তিরক্ষী মিশনের দুই ভারতীয় সদস্য রয়েছেন। খবর এপির।

দেশটির নর্থ কিভু প্রদেশের কয়েকটি শহরে সোমবার শুরু হয় জাতিসংঘ শান্তিরক্ষী মিশন হটানোর প্রতিবাদ। বিক্ষোভকারীদের অভিযোগ, সন্ত্রাসী সংগঠনগুলোর হাত থেকে বেসামরিকদের রক্ষায় ব্যর্থ শান্তিরক্ষী মিশন। এরই প্রতিবাদে জাতিসংঘ ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ জনতা। তাছাড়া, সেনা ঘাঁটিতে চালায় হামলা। সেনাসদস্যদের বাড়িতেও ঢুকে পড়ে তারা; চালায় লুটপাট।

এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে মিশনের সদস্যরা। পাল্টাপাল্টি সংঘাতে গোমা শহরে পাঁচজন এবং বুতেম্বো শহরে ৭ জনের প্রাণ গেছে। আহত অর্ধ-শতাধিক মানুষ। জাতিসংঘের ওপর চালানো হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন এর মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সর্বশেষ - সকল নিউজ