logo
Tuesday , 21 November 2023
  1. সকল নিউজ

টেকসই অভিবাসন নিশ্চিতে উদ্যোগ নেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক
admin
November 21, 2023 3:50 pm

নিরাপদ ও টেকসই অভিবাসন নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, অভিবাসন একটি জটিল ইস্যু। তবে বৈশ্বিক জিডিপির ১০ শতাংশই আসে অভিবাসন খাত থেকে। সরকার সব সময় নিরাপদ ও টেকসই অভিবাসন নিশ্চিত করতে চায়।

এ লক্ষ্যে বিভিন্ন উদ্যোগও নেওয়া হচ্ছে। 

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) ১৪তম সামিট উপলক্ষে জাতীয় প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) যৌথভাবে এ সভার আয়োজন করেছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা অনিরাপদ ও অনৈতিক অভিবাসন প্রতিরোধ করতে চাই।

কিন্তু শত প্রচেষ্টার পরেও অবৈধভাবে লোক বিদেশে যাচ্ছে।’ 

তিনি আরো বলেন, ‘নিরাপদ অভিবাসনের লক্ষ্যে জিএফএমডি কাজ করছে। জিএফএমডির ১৪তম সামিটে আমাদের চিন্তার প্রতিফলন ঘটাতে চাই।’

অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘বাংলাদেশের অভিবাসীরা কঠোর পরিশ্রমী।

তবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা আন্তর্জাতিক মানের দক্ষ কর্মী গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে সরকার কাজ করছে। প্রবাসীদের বৈধভাবে রেমিট্যান্স পাঠাতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে অভিবাসন খাতে সব ধরনের অনৈতিক চর্চা বন্ধে সরকার বদ্ধপরিকর।’ 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনীরুস সালেহীন বলেন, ‘জলবায়ু ঝুঁকির ফলে দেশের অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে অভিবাসী বাড়ছে।

দেশের মধ্যে জলবায়ু ঝুঁকিপ্রবণ এলাকায় কর্মীদের দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে উদ্যোগ নিতে হবে।’ 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই ও বাংলাদেশে আইওএম মিশন প্রধান আবদুসাত্তোর ইসব।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে সিদ্ধান্তহীনতায় ইসি

অবৈধ অর্থ আদায়ের অভিযোগ জিএম কাদেরের বিরুদ্ধে দুদ‌ককে তদন্তের নির্দেশ হাইকোর্টের

সুইস ব্যাংকে দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থ বেশি বেড়েছে বাংলাদেশের

বঙ্গবন্ধুর খুনিরা কখনই চায়নি বাংলাদেশ সফলতা অর্জন করুক : শেখ পরশ

মাদকের তালিকায় নাম এলেই সে দোষী হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঋণ ও ক্রেডিট কার্ডে লেনদেনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল

সব বেসরকারি অফিস বন্ধে যে সিদ্ধান্ত

ফেসবুক লাইভে অবাঞ্ছিত শহীদের ভিক্ষাবৃত্তি

মর্যাদা বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

নিষেধাজ্ঞা শেষের ১৪ ঘণ্টার মাথায় ঘাটে ১২ টন ইলিশ