logo
Monday , 30 October 2023
  1. সকল নিউজ

ত্রাণবাহী ৩৩ ট্রাক ঢুকল গাজায়

প্রতিবেদক
admin
October 30, 2023 4:08 pm

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সবচেয়ে বড় ত্রাণবহর প্রবেশ করেছে। এই ত্রাণ সহায়তা বহরে রয়েছে ৩৩ ট্রাক। এক সপ্তাহ আগে সীমিত আকারে ত্রাণ প্রবেশের অনুমোদনের পর এটিই সবচেয়ে বড় ত্রাণবহর।

আজ সোমবার (৩০ অক্টোবর) জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও গার্ডিয়ান এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে।

জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে— পানি, খাদ্য ও চিকিৎসাসামগ্রী বহনকারী ৩৩ ট্রাক মিশরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করেছে।

ওসিএইচএ সতর্ক করে বলেছে, নাগরিক অস্থিরতাসহ মানবিক পরিস্থিতির অবনতি ঠেকাতে আরও সাহায্যের প্রয়োজন।

সংস্থাটি আরও বলেছে, চিকিৎসা সরঞ্জাম ও পানি সরবরাহের জন্য ‘জরুরিভিত্তিতে জ্বালানি প্রয়োজন’।

আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও বিশ্বের বিভিন্ন দেশের প্রচেষ্টায় মিশরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে ২১ অক্টোবর ২০টি এবং তার পরের দিন ১৭টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করে। তার পর বৃহস্পতিবার আরও ৯টি ত্রাণবাহী ট্রাকে ১৪১ টন খাদ্যসামগ্রী প্রবেশ করেছে অবরুদ্ধ নগরীটিতে।

প্রতিবেদনে বলা হয়েছে— ২১ অক্টোবর থেকে গাজায় পুনরায় ত্রাণ প্রবেশ শুরু হয়েছে। তার পর থেকে রাফাহ ক্রসিং দিয়ে মোট ১১৭টি ত্রাণ সহায়তার ট্রাক প্রবেশ করেছে।

প্রতিবেদন থেকে জানা যায়, এর আগে প্রতিদিন প্রায় ৫০০ ত্রাণ সহায়তার ট্রাক এই অঞ্চলে প্রবেশ করত।

ফরাসি বার্তা সংস্থা এএফপি নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, প্রতিদিন ১০০ ত্রাণের ট্রাক প্রবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল ইসরাইল।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাই বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার রূপকার: এনামুল হক শামীম

অসাম্প্রদায়িক দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার কাজ করছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ব্যাংকগুলোকে সংশোধনমূলক পদক্ষেপ বাস্তবায়নের নির্দেশ

চলতি মাসেই সর্বজনীন পেনশন চালু

হিরো আলমকে উপহার দিয়ে নির্বাচনের ঘোষণা সেই শিক্ষকের

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৬ জন আটক

নেতাদের অদক্ষতা ও অযোগ্যতার গ্যাঁড়াকলে বিএনপি

নারীদেরকে বিজ্ঞানে উৎকর্ষতা লাভের সুযোগ দিতে বৈশ্বিক প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী ইন্দোনেশিয়া