logo
Saturday , 21 October 2023
  1. সকল নিউজ

দেশের মানুষকে উন্নত জীবন দেওয়াই ছিল জাতির পিতার লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
admin
October 21, 2023 9:16 am

দেশের মানুষকে উন্নত জীবন দেওয়াই ছিল জাতির পিতার লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভার পাস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় স্বয়ংক্রিয় মোটর যান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, ডিটিসিএ ভবন, বিআরটিসির ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ জেলার কেউট খালি ও রহমতপুর সেতুর নির্মাণ কাজের উদ্বোধন ও সড়ক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে ক্ষতিপূরণ প্রদান করা হয়।

তিনি আরও বলেন, ‘যখন স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় বসে তখন কীভাবে দেশের উন্নয়ন হবে? জাতীয় জীবন থেকে ২১ বছর চলে গেছে। এই ২১ বছরে দেশের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে। তারপর ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় এসে দেশের উন্নয়ন করি।’শেখ হাসিনা বলেন, ‘২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ সৃষ্টি করেছে।’

দুর্ঘটনা যেন না ঘটে এ জন্য চলকদের উদ্দেশে তিনি বলেন, ‘দুর্ঘটনা শুধু মানুষের ক্ষতি করে না। নিজেরও ক্ষতি হয়। আর এখন তো স্পিড লিমিট মেনে চলা, আমি তো নিজেও মেনে চলি। আমি একদিন দেখেছি আমার গাড়ির চালক ৮০ কিলোমিটারের ওপরে গাড়ি চালাচ্ছে। আমি তাকে বললাম, নিয়ম আমরা ভাঙতে পারবো না।’

যাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘গাড়িতে যেমন পেট্রোল লাগে, চালকেরও তেমনই পেট্রোল লাগে। তাই চালকরা যাতে বিশ্রাম পায়, তিনি যাতে খাওয়াদাওয়া করতে পারেন, সেদিকে আপনাদেরকেই খেয়াল রাখতে হবে।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা প্রতিদিন আন্দোলন করছে। তারা নাকি আমাদেরকে হটিয়ে দেবে। ঠিক আছে তারা আন্দোলন করতে থাকুক। আমার তো জনগণ আছে। জনগণের কল্যাণ করাই আমার লক্ষ্য।’

অগ্নি সন্ত্রাসের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘এখন যারা আন্দোলন করছে, তারা যা করছে করুক। কিন্তু কেউ যদি গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি বলে দিয়েছি, মানুষের যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’

সর্বশেষ - সকল নিউজ