logo
Wednesday , 11 October 2023
  1. সকল নিউজ

রপ্তানি আয় ৩০ হাজার কোটি ডলারে পৌঁছবে: বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদক
admin
October 11, 2023 4:18 pm

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ২০৪১ সালের মধ্যে রপ্তানি আয় ৩০ হাজার কোটি মার্কিন ডলার অর্জন চায় বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে দেশের রপ্তানি খাতকে বহুমুখীকরণ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার রাজধানীর একটি হোটেল ‘চতুর্থ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো’-ব্লিস-২০২৩ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রভাবিত করার অন্যতম হাতিয়ার রপ্তানি বহুমুখীকরণ। রপ্তানিমুখী প্রবৃদ্ধি সুসংহতকরণে বিদেশি ক্রেতা-ব্র্যান্ডস ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে উদ্ভাবনী নীতি প্রণয়ন ও ব্যবসাবান্ধব নীতি সহায়তা দিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরে বলা হয়- দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয়কারী চামড়া, চামড়াজাত পণ্য। আর রপ্তানি আয়কে নতুন উচ্চতায় নিয়ে যেতে চামড়াজাত পণ্য গুরুত্বপূর্ণণ অবদান রেখে চলেছে।

আগামী ১২-১৪ অক্টোবর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) চতুর্থবারের মতো ‘বাংলাদশে লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-ব্লিস-২০২৩’ এর আয়োজনের ঘোষণা দেওয়া হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করবেন।

সর্বশেষ - সকল নিউজ