logo
Saturday , 23 September 2023
  1. সকল নিউজ

প্রচলিত সব আইন হালনাগাদসহ বাংলাদেশ কোড প্রকাশ

প্রতিবেদক
admin
September 23, 2023 9:37 am

দেশে প্রচলিত সব আইন নিয়ে হালনাগাদ ‘বাংলাদেশ কোড’ প্রকাশ করতে যাচ্ছে সরকার। লাল-সবুজের প্রচ্ছদে ৪৭ খণ্ডের এই বইটি ছাপার কাজ প্রায় শেষ পর্যায়ে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ আইনি বাধ্যবাধকতা প্রতিপালনে সময়ে সময়ে এই বই প্রকাশ করে থাকে। ২০১৪ সাল পর্যন্ত প্রচলিত সব আইন নিয়ে সর্বশেষ ২০১৬ সালে ৪২ খণ্ডে বাংলাদেশ কোড প্রকাশ করা হয়েছে। এবার প্রকাশিতব্য বাংলাদেশ কোডে চলতি বছর ৩১ মার্চ পর্যন্ত হওয়া ১ হাজার ১৭৭টি প্রচলিত আইন যুক্ত করা হয়েছে। এটা প্রকাশ হলে প্রচলিত সব আইন হালনাগাদ আকারে হাতের কাছে পাওয়া যাবে। এ ছাড়া বিচারক, আইনজীবী, শিক্ষক ও আইনের ছাত্রদের কাছে আইনগুলো অনেক সহজলভ্য হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দেশের সব আইন একত্রিত করে হালনাগাদ বাংলাদেশ কোড ছাপার কাজ আমরা প্রায় শেষ করে ফেলেছি। তিনি বলেন, এই বইয়ে প্রচলিত সব আইন একসঙ্গে থাকবে। এটা খুবই কাজের এবং উপকারী। জানা গেছে, বাংলাদেশ লজ (রিভিশন অ্যান্ড ডিক্লেয়ারেশন) অ্যাক্ট-১৯৭৩ এর ৬ ধারা অনুযায়ী দেশে প্রচলিত সব আইনসমূহ একত্রিত করে বই আকারে প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। এই বইটিই ‘বাংলাদেশ কোড’। এই আইনি বাধ্যবাধকতা প্রতিপালনে গত বছরের সেপ্টেম্বরে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যুগ্মসচিব কাজী আরিফুজ্জামানকে এযাবৎকালের সব প্রচলিত আইন একত্রিত করে হালনাগাদ বাংলাদেশ কোড প্রকাশের দায়িত্ব দেন আইনমন্ত্রী আনিসুল হক। এর আগে বিভিন্ন সহযোগী সংস্থার প্রকল্পের মাধ্যমে ও অর্থায়নে বাংলাদেশ কোড প্রকাশ হলেও এবারই প্রথম আইন মন্ত্রণালয় নিজস্ব উদ্যোগে বাংলাদেশ কোড প্রকাশের উদ্যোগ নিয়েছে। তবে এই উদ্যোগে সরকারি কোষাগারের কোনো অর্থই খরচ হবে না। বাংলাদেশ কোড প্রকাশের পুরো অর্থ বহন করছে ডাচ্ বাংলা ব্যাংক। তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে বাংলাদেশ কোড ৭৫০টি সেট ছাপা হবে। এটা প্রকাশিত হলে প্রথম পর্বে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি প্রধান বিচারপতি, স্পিকার, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, জাতীয় সংসদ সচিবালয়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, সচিব, জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সংশ্লিষ্ট জায়গায় এটি সরবরাহ করা হবে। পরবর্তীতে বিজি প্রেসের মাধ্যমে আরও ছাপিয়ে সহজলভ্য করা হবে। মন্ত্রণালয় সূত্র আরও জানায়, ইতোমধ্যে অনেক আইন সংসদ কর্তৃক রহিত করা হয়েছে এবং বহু সংখ্যক আইন বিভিন্নভাবে সংশোধন করা হয়েছে। রহিতকৃত আইনগুলো কোড থেকে বাদ দেওয়া হয়েছে এবং সংশোধিত আইনসমূহ যথাযথ জায়গায় অন্তর্ভুক্ত ব্যবহারের উপযোগী করা হয়েছে। যা আইনের সহজলভ্যতা নিশ্চিত করেছে।

জানা গেছে, ১৯৮০ সালে প্রথম বাংলাদেশ কোড প্রকাশ করা হয়েছিল। তবে ওই বছর ১১ খণ্ডে প্রকাশ করা ওই বইয়ে ১৯৩৮ সাল পর্যন্ত প্রচলিত আইনসমূহ ছিল। এরপর ২০০৬ সালে ৩৮ খণ্ডে এবং ২০১৬ সালে ৪২ খণ্ডে প্রকাশ করা হয়েছিল বাংলাদেশ কোড। স্বাধীনতার পর এবারই প্রথম প্রচলিত সব আইন হালনাগাদসহ বাংলাদেশ কোড প্রকাশ করা হচ্ছে।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত