বিএনপি ও জামায়াত জনগণের কাছে না গিয়ে বিদেশি প্রভুর কাছে যায় : কবির বিন আনোয়ার


admin প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৩, ৯:৩৫ পূর্বাহ্ন | 477
বিএনপি ও জামায়াত জনগণের কাছে না গিয়ে বিদেশি প্রভুর কাছে যায় : কবির বিন আনোয়ার

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার বলেছেন, বিএনপি-জামায়াত নির্বাচনকে ভয় পায়। এজন্য তারা জনগণের কাছে না গিয়ে বিদেশি প্রভুদের কাছে যায়। কিন্তু আওয়ামী লীগ জনগণের দল। জনগণের ভোটের শক্তি নিয়েই আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।গতকাল শনিবার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

কবির বিন আনোয়ার বলেন, আমরা করো জন্য অপেক্ষা করবো না। সারাদেশে আমাদের নির্বাচনের ক্যাম্পেইন চলছে। স্মার্ট কর্নারের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে। লক্ষ্মীপুরে স্মার্ট কর্নারটি আমাদের ৩৪তম। পর্যায়ক্রমে সারাদেশে আওয়ামী লীগের স্মার্ট কর্ণার স্থাপন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুদ ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।