সর্বজনীন পেনশন : চাঁদায় মিলবে কর রেয়াত, পেনশন হবে করমুক্ত


admin প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৩, ১১:০১ পূর্বাহ্ন | 583
সর্বজনীন পেনশন : চাঁদায় মিলবে কর রেয়াত, পেনশন হবে করমুক্ত

সর্বজনীন পেনশন স্কিমের জন্য জমা করা নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে চাঁদা প্রদানকারী কর রেয়াত পাবেন। মাসিক পেনশনও হবে আয়করমুক্ত। জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে সর্বজনীন পেনশন ব্যবস্থার বৈশিষ্টগুলো তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে–জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরে ১৮ বছরের বেশি থেকে ৫০ বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক সর্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে পারবেন; তবে শর্ত থাকে যে বিশেষ বিবেচনায় ৫০ বছরের বেশি বয়সের নাগরিকরাও সর্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে স্কিমে অংশগ্রহণের তারিখ থেকে নিরবচ্ছিন্ন ১০ বছর চাঁদা জমা শেষে তিনি যে বয়সে উপনীত হবেন সেই বয়স থেকে আজীবন পেনশন প্রাপ্ত হবেন;বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীরা এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবেন; প্রত্যেক চাঁদাদাতার জন্য একটি পৃথক ও স্বতন্ত্র পেনশন হিসাব থাকবে;পেনশনে থাকাকালীন ৭৫ বছর পূর্ণ হওয়ার আগে মারা গেলে পেনশনারের নমিনি অবশিষ্ট সময়কালের (মূল পেনশনারের বয়স ৭৫ বছর পর্যন্ত) জন্য মাসিক পেনশন প্রাপ্ত হবেন;চাঁদাদাতা কমপক্ষে ১০ বছর চাঁদা প্রদান করার আগে মারা গেলে জমাকৃত অর্থ মুনাফাসহ তাহার নমিনিকে ফেরত দেওয়া হবে; এবং পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসাবে গণ্য করে কর রেয়াতের জন্য বিবেচনা হবে এবং মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়কর মুক্ত থাকবে।