বিএন‌পির দিবাস্বপ্ন পূরণ হ‌বে না : সেতুমন্ত্রী


admin প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৩, ৯:৪০ পূর্বাহ্ন | 624
বিএন‌পির দিবাস্বপ্ন পূরণ হ‌বে না : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলে‌ছেন, নির্বাচনে কোনো তত্ত্বাবধায়কও সরকার হবে না। প্রধানমন্ত্রীও পদত্যাগ করবেন না। বিএন‌পির দিবাস্বপ্ন পূরণ হ‌বে না। বিএনপি নির্বাচনে না এলেও বিরোধী দলবিহীন নির্বাচন হবে না। অনেক দল আছে, তারা নির্বাচনে আসবে, নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।গতকাল সোমবার বনানী সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের তারিখ ঘোষণার সময় তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, মার্কিন যে কংগ্রেসম্যানের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক হয়েছে, সেখানে কোনো মার্কিন কংগ্রেসম্যান তত্ত্বাবধায়ক সরকারের কথা বা শেখ হাসিনার পদত্যাগের কথা বলেননি।

সেতুমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সমাবেশ করলে সেটি হয় মহাসমাবেশ আর বিএনপি মহাসমাবেশ করলে সেটি হয় সমাবেশ। ফখরুল সাহেব দিবাস্বপ্ন দেখেন। এই দিবাস্বপ্নে কিছু হবে না। এর আগেও তারা ১০ ডিসেম্বর খালেদা জিয়া প্রধানমন্ত্রী আর ১১ ডিসেম্বর তারেক রহমানের দেশে আসার দিবাস্বপ্ন দেখেছেন।