logo
Wednesday , 12 July 2023
  1. সকল নিউজ

পায়রা বন্দরে কয়লা নিয়ে হাজির আরো এক জাহাজ

প্রতিবেদক
admin
July 12, 2023 9:43 am

পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে একের পর এক বিদেশি জাহাজ হাজির হচ্ছে পায়রা বন্দরে। মঙ্গলবার সকালে এমভি সাগর কান্তা নামের একটি মাদার ভ্যাসেল ৩৭ হাজার ১৩৩ টন কয়লা নিয়ে বন্দরে আসে। এটি পঞ্চম ধাপের জাহাজ।

বিষয়টি নিশ্চিত করে পায়রা বন্দরের উপপরিচালক আজিজুর রহমান বলেন, ৯.৪৮০ মিটার গভীর ও ১৯৯.৯৮ মিটার দৈর্ঘ্য এবং ৩২.২৬ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে ছেড়ে আসে। মঙ্গলবার সকাল ৬টার দিকে পায়রা বন্দরে এসে পৌঁছায়। এতে ৩৭ হাজার ১৩৩ টন কয়লা রয়েছে। জাহাজটি পায়রা বন্দরের আউটারেজ থেকে ইনার অ্যাঙ্কোরেজে আনা হচ্ছে। এ নিয়ে এ সপ্তাহে দুটি জাহাজ কয়লা নিয়ে এসেছে।

উল্লেখ্য, কয়লা নিয়ে আসা এমভি সাগর কান্তা এটি পঞ্চম জাহাজ। গত রোববার এমভি সুমিত নামে একটি জাহাজ আসে। এর আগে ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি জাদোর নামের একটি মাদার ভ্যাসেল। এছাড়া পাভো ব্রেভ ও অ্যাথেনা নামের আরো তিনটি জাহাজ বন্দরে আসে।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত