দল ভেঙে বিএনপির একটি বড় অংশ নির্বাচনে আসবে : শেখ পরশ


admin প্রকাশের সময় : জুন ১৪, ২০২৩, ৯:২৩ পূর্বাহ্ন | 616
দল ভেঙে বিএনপির একটি বড় অংশ নির্বাচনে আসবে : শেখ পরশ

বাংলা‌দেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ব‌লে‌ছেন, বিএনপির একটি বড় অংশ দল ভেঙে আগামী নির্বাচনে অংশ নেবে।সম্প্রতি রাজধানীর পল্লবীতে ঢাকা-১৬ আসনের অধীন যুবলীগের ইউনিট সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনের চিত্র দেখলে বোঝা যায় বিএনপির নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে চায়। আগামী নির্বাচনে আপনারা দেখবেন বিএনপির একটা বিরাট অংশ দল ভেঙে নির্বাচনের দিকে ধাবিত হবে।

তিনি বলেন, রাজনীতি মানে মানুষের অধিকার আদায় করা। বাংলাদেশের মানুষ যখনই তাদের অধিকার নিয়ে সংকটে পড়েছে তখনই যুবলীগ রাজপথে অধিকার আদায়ে কাজ করেছে। আজ দেখছি একটি দল বা চক্র দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।

শেখ পরশ বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান তাদের কর্মীদের মাঠে নামিয়ে সুযোগ খোঁজ করছে। যদি তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। সেই সুযোগের অপেক্ষা করছে। আসলে তারেক রহমান একজন কাপুরুষ। তারা অকৌশলমূলক রাজনীতির আশ্রয় নিয়েছে।