logo
Saturday , 10 June 2023
  1. সকল নিউজ

বরিশাল সিটি নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে

প্রতিবেদক
admin
June 10, 2023 1:27 pm

আর মাত্র একদিন পরেই ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনী প্রচারণার শেষ আজ। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, শনিবার (১০ জুন) দিবাগত রাত ১২টা পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

আজ শেষ দিন ভোর থেকেই নির্বাচনের মাঠ প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে। রাত ১২ টার পর থেকে কোনো ধরনের মিছিল বা প্রচার চালালে কিংবা আচরণবিধি লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, সিটি নির্বাচন ঘিরে সাড়ে চার হাজার আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। এছাড়া দশ প্লাটুন বিজিবি আজ রাতে নগরীতে প্রবেশ করবে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনের রির্টানিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এছাড়াও ভোট কেন্দ্রের সব কার্যক্রম আগামীকালের ভেতর সম্পন্ন করা হবে। সোমবার ১২ জুন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত