logo
Tuesday , 16 May 2023
  1. সকল নিউজ

উদ্বোধনের অপেক্ষায় বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

প্রতিবেদক
admin
May 16, 2023 10:19 am

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। আগামী অক্টোবরে এই টার্মিনালের আংশিক উদ্বোধন করা হবে বলে জানা গেছে।

নবনির্মিত এই টার্মিনালটি পুরোপুরি চালু হবে আগামী বছর। এটি চালু হলে যাত্রীদের আধুনিক সুযোগ-সুবিধা দেওয়া যাবে এবং সেই সাথে যাত্রীদের ভোগান্তিও কমে যাবে অনেকটা। এছাড়াও উড়োজাহাজ চলাচল এবং যাত্রীর সংখ্যাও বাড়বে।

হজরত শাহজালাল বিমানবন্দরে এখন প্রতিদিন ৩০টির বেশি বিমান সংস্থার ১২০-১৩০টি বিমান উড্ডয়ন ও অবতরণ করে। প্রতিদিন এসব বিমানের ১৯ থেকে ২১ হাজার যাত্রী বিমানবন্দরের দুটি টার্মিনাল (টার্মিনাল ১ ও ২) ব্যবহার করেন।

বর্তমানে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীর সেবা দেওয়ার সুযোগ আছে। তৃতীয় টার্মিনাল চালু হলে আরও ১ কোটি ২০ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে আশাবাদী কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে দৃষ্টিনন্দন এই টার্মিনাল ভবনটি। এখন অভ্যন্তরীণ সাজসজ্জা এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে।

সর্বশেষ - সকল নিউজ