logo
Thursday , 9 February 2023
  1. সকল নিউজ

বড় ভূমিকম্প হলে মাটির নিচের গ্যাস-বিদ্যুৎ জীবননাশের হুমকি হবে : ফায়ার ডিজি

প্রতিবেদক
admin
February 9, 2023 10:05 am

তুরস্কের মতো বাংলাদেশে বড় কোনো ভূমিকম্প হলে মাটির নিচে থাকা সুয়ারেজ লাইনের গ্যাস ও বিদ্যুতের লাইন জীবননাশের বড় হুমকি হয়ে দেখা দিতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেছেন, ভূমিকম্পের ঝাঁকুনিতে গ্যাসের লাইনে আগুন ধরে বড় ক্ষয়ক্ষতি হতে পারে। এক্ষেত্রে উদ্ধারকাজ চালানোও কষ্টসাধ্য হয়ে যাবে। গতকাল বুধবার ফায়ার সার্ভিস সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ঢাকা শহরে বড় ভূমিকম্প ঘটতে পারে। আমরা সেই চিন্তা করে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। আমরা অত্যাধুনিক যন্ত্রপাতি কিনেছি। আমাদের জনবল প্রশিক্ষিত করছি। পাশাপাশি আমাদের সঙ্গে যারা কাজ করবেন, তাদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

ডিজি বলেন, ‘অপরিকল্পিত নগরায়ণ যেভাবে হচ্ছে, তা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। আমাদের প্রশিক্ষিত জনবল ও যন্ত্রপাতি থাকবে, কিন্তু ভূমিকম্প হলে পুরান ঢাকার মতো জায়গাগুলোতে আমরা কীভাবে পৌঁছাব?’

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন আরো বলেন, ‘আমাদের মাটির নিচে সুয়ারেজ লাইনের গ্যাস ও বিদ্যুৎ সিস্টেম রয়েছে। যখন ভূমিকম্প হবে, তখন এগুলোর কী হবে! ভূমিকম্প হলে সেবামূলক সিস্টেমগুলোই আমাদের জীবননাশের জন্য হুমকি হয়ে দেখা দেবে। এজন্য গ্যাস অটো ভাল্ব সিস্টেম থাকতে হবে, যেন ভূমিকম্পের ঝাঁকুনিতে স্বয়ংক্রিয়ভাবে গ্যাসের সংযোগ বন্ধ হয়ে যায়। এতে করে অগ্নিকাণ্ড ঘটবে না। আমাদের সচেতন হতে হবে এবং আরো অনেক কাজ করতে হবে।’

তিনি জানান, সাত দিনের টার্গেটে তুরস্কে ভূমিকম্পে উদ্ধারকাজে অংশ নিতে গতকাল (বুধবার) রাতে ফায়ার সার্ভিসের ১২ জনসহ মোট ৬০ জনের একটি উদ্ধারকারী দল সি-১৩০ বিমানে করে তুরস্কে যাত্রা করবে বলেও জানান ফায়ার সার্ভিসের ডিজি। ঐ দলে ফায়ার সার্ভিসের কর্মী ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ জন সদস্য, ১০ জন চিকিৎসক ও ১৪ জন ক্রু থাকছেন। উদ্ধারকাজে অত্যাধুনিক যন্ত্র পাঠানো হচ্ছে, যেগুলো উন্নত বিশ্বে ব্যবহার হয়ে থাকে।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের সময়ে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি ও পেশাদারত্বের এটি একটি উজ্জ্বল উদাহরণ। এটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য একটি অভাবনীয় স্বীকৃতি। আমি বিশ্বাস করি, ফায়ার সার্ভিসের সব সদস্য নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দেবেন।’

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

সবচেয়ে বড় পাওয়া দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো: প্রধানমন্ত্রী

বারইয়ারহাট পৌরসভার মেয়রসহ গুলিবিদ্ধ ৩

টেকসই পানি ব্যবস্থাপনার জন্য অধিকতর আন্তর্জাতিক অর্থায়নের আহ্বান

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

‘গণতন্ত্র স্থায়ী হয়েছে বলেই উন্নয়নটা সম্ভব হয়েছে’

গ্যাস–বিদ্যুতে এত ভর্তুকি দেওয়া সরকারের পক্ষে সম্ভব না: প্রধানমন্ত্রী

ঝিনুকের আদলে তৈরি আইকনিক রেলস্টেশনের কাজ এগিয়ে চলছে

বাংলাবান্ধা বন্দর ব্যবহারের সুযোগ পেল নেপাল

রাষ্ট্রপতিকে তফশিল পেছানোর প্রস্তাব রওশন এরশাদের

ইরান-ইসরাইল উত্তেজনা: বৃহত্তর সংঘাতের হুঁশিয়ারি তুরস্কের