logo
Wednesday , 25 January 2023
  1. সকল নিউজ

বিএনপি ক্ষমতায় থাকাকালীন লুটপাট চালিয়েছে: নানক

প্রতিবেদক
admin
January 25, 2023 9:25 am

বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন সারা দেশে লুটপাট চালিয়েছে বলে দাবি করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, বিএনপি-জামায়াত সারা দেশে করেছে লুটপাট আর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে উন্নয়নের মাধ্যমে দেশের চেহারা পরিবর্তন করেছে। বিএনপি-জামায়াত বিদ্যুৎ লুটপাট করেছে। সেখানে আওয়ামী লীগ সরকার সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যাণ্ড এলাকায় জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির উদ্যোগে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া-৬ আসন উপ-নির্বাচনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর পক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

নৌকার প্রার্থী পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, উপনির্বাচনে নৌকা বিজয়ী হলেই বগুড়ায় বিমানবন্দর স্থাপন বাস্তবায়ন দ্রুত কার্যকর হবে। বিএনপি-জামায়াত বিদ্যুৎ লুটপাট করেছে। সেখানে আওয়ামী লীগ সরকার সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। বগুড়ায় এবার নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হলে বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক জোন ও রেল লাইনসহ যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন করা হবে। এছাড়াও তিনি বিগত দিনে আওয়ামী সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন নৌকার পক্ষে ভোট চান।

সাবেক প্রতিমন্ত্রী নানক বলেন, বগুড়ায় কেন আবার নির্বাচন হচ্ছে? এর একটাই কারণ বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করে জনগণের উপর উপনির্বাচন চাপিয়ে দিয়েছে। তারা পদত্যাগ করে সরকার পতনের ডাক দিয়েছিলেন। তাতে কি সরকারের পতন হয়েছে? বরং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন।

অনুষ্ঠানে বগুড়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি সৈয়দ কবির আহমেদ মিঠুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন এবং বগুড়া পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান আরিফ। এসময় অন্যান্যদের মধ্যে বগুড়া জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

১৪ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ডাকাতি ও ছিনতাইয়ের প্রতিবাদে নবীনগর-চন্দ্রা সড়কে চার ঘণ্টা অবরোধ

মজুতদারদের বিরুদ্ধে প্রয়োজনে ক্রাশ প্রোগ্রাম: খাদ্যমন্ত্রী

ভারত থেকে আলু আমদানি শুরু, কেজিপ্রতি খরচ ২৬ টাকা

খালেদা জিয়ার ‘মাদার অব ডেমোক্রেসি’ পুরস্কার নাকি ফটোশপের কারসাজী

ঢাকা এয়ারপোর্ট গোলচত্বরে হচ্ছে বৃহত্তম আন্ডারপাস

জামায়াতের বিকল্প হিসেবে ধর্মান্ধদের ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে বিএনপি

জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ: নাছিম

২ মালবাহী ট্রেনের সংঘর্ষে ৫ ট্যাংকার লাইনচ্যুত, রেলযোগাযোগ বন্ধ

বাংলাদেশে স্বাধীনভাবে নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নেই: রাশিয়া