logo
Friday , 29 July 2022
  1. সকল নিউজ

প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন-শি জিনপিং

প্রতিবেদক
admin
July 29, 2022 4:21 pm

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসতে সম্মত হয়েছেন।

বৃহস্পতিবার দীর্ঘ ২ ঘণ্টা ফোনালাপকালে এ বিষয়ে একমত হন তারা। খবর এএফপি ও আলজাজিরার।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় দেড় বছরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে এখন পর্যন্ত পাঁচবার ফোনালাপ করেছেন বাইডেন। তবে এবারই প্রথম সামনাসামনি সাক্ষাৎ করবেন তারা। তবে কোনো পক্ষই বৈঠকের দিন-তারিখ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো জানায়নি।

বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ফোনালাপকালে বাইডেন ও শি জিনপিং সামনাসামনি বসার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। এ ব্যাপারে একমতও হয়েছেন তারা।

মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরকে ঘিরে ওয়াশিংটন-বেইজিংয়ের তুমুল উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার একে অপরের সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন ও শি জিনপিং।

দুই নেতার কথোপকথনের বিস্তারিত প্রকাশ করে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানায়, মার্কিন প্রেসিডেন্টকে শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘এক-চীন নীতি’ মেনে চলা উচিত। আর তাইওয়ানের স্বাধীনতার ব্যাপারে চীন যে ঘোরবিরোধী এবং তারা তাইওয়ানে কোনো বহিঃশক্তির হস্তক্ষেপও মানতে নারাজ, সে কথা আবারও স্মরণ করিয়ে দেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো আরও বলছে, দীর্ঘ এ ভিডিও কনফারেন্সে দুই নেতার মধ্যে তাইওয়ান ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় বাণিজ্য বিষয়ে কথা হয়েছে।

বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের টানাপড়েন ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বেশি। কিন্তু এর মধ্যেই সম্প্রতি উভয় দেশের প্রেসিডেন্টের মধ্যে প্রায় নিয়মিতই ফোনালাপ হচ্ছে।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত করার উদ্ভট ধারণাকে প্রশ্রয় দেবেন না: প্রধানমন্ত্রী

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪২ হাজার ৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: পানিসম্পদ উপমন্ত্রী

প্রায় শেষের দিকে বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ

তুরস্কে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

প্রবাসীদের টাকা পাঠানো সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

চীনকে চারিদিক থেকে ঘিরে তৈরি হচ্ছে সামরিক ঘাঁটির মালা

এবার ‘বাড়ির কাজে’ শিক্ষার্থী মূল্যায়ন বাতিল হচ্ছে পিইসি পরীক্ষা

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের কেউ গৃহহীন থাকবে না’

উন্নয়ন অংশীদারদের ঋণ অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর