logo
Tuesday , 20 October 2020
  1. সকল নিউজ

খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফ কর্মী আটক

প্রতিবেদক
admin
October 20, 2020 12:54 pm

খাগড়াছড়ির মানিকছড়ি-রামগড় সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ কংজ মারমা (২৪) নামের ইউপিডিএফের এক কর্মীকে আটক করেছে বাটনাতলী ক্যাম্পের সেনা সদস্যরা।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলন করে আটক ব্যক্তির বিস্তারিত তুলে ধরেন মানিকছড়ির বাটনাতলী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. ওয়ালি উল্লাহ।

আটক কংজ মারমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের টোল কালেক্টর বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ওয়ালি উল্লাহ জানান, মানিকছড়ি-রামগড় সীমান্তে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের গোপন খবরে গতকাল শুক্রবার দিনগত রাতে বাটনাতলী ক্যাম্পের একটি টহল দল অভিযান চালায়। গভীর রাতে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের সিন্দুপাড়া থেকে ইউপিডিএফ কর্মী কংজ মারমাকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি, চার রাউন্ড কার্তুজ, ছয়টি মোবাইল ফোন, চাঁদা আদায়ের ১৫টি রশিদ বই, নগদ আড়াই হাজার টাকা এবং আদায়কৃত চাঁদার স্টক রেজিস্টার জব্দ করা হয়।

পরে আটক কংজ মারমাকে রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই সেনা কর্মকর্তা।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

সর্বশেষ - সকল নিউজ