logo
Tuesday , 20 October 2020
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার ভাবনা
  5. খেলা
  6. জাতীয়
  7. টেক নিউজ
  8. দেশের খবর
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. সম্পাদকীয়
  15. সাফল্য

ফাইনাল নিয়ে শঙ্কায় তামিমরা

প্রতিবেদক
admin
October 20, 2020 12:29 pm

বিসিবি প্রেসিডেন্টস কাপে মাহমুদউল্লাহ রিয়াদের দলের বিপক্ষে হেরে ফাইনালে ওঠা নিয়ে শঙ্কায় তামিম ইকবালের দল। মাহমুদউল্লাহদের দুর্দান্ত ব্যাটিংয়ে চার উইকেটের পরাজয় নিয় মাঠ ছাড়েন তামিমরা। এখন টুর্নামেন্টের ফাইনালে ওঠা নির্ভর করছে শান্তদের বিপক্ষে ম্যাচের ওপর। জিতলে রানরেটের হিসেব, হারলে নিশ্চিত বাদ।

আজ সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। টস জিতে ব্যাটিং করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২২১ রান করেন তামিমরা। সর্বোচ্চ ৫৭ রান করেন মাহিদুল অঙ্কন। রুবেল হোসেন সর্বোচ্চ চার উইকেট নেন।

টার্গেটে খেলতে নেমে ৫ বল হাতে রেখে চার উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহরা। সর্বোচ্চ ৬৭ রান করেন মাহমুদউল্লাহ নিজেই। মাহমুদুল হাসান জয় করেন ৫৮ রান। সোহান ২৬ ও মিরাজ ০ রানে অপরাজিত ছিলেন। সর্বোচ্চ তিন উইকেট নেন সাইফউদ্দিন।

প্রেসিডেন্টস কাপে চার ম্যাচ খেল মাহমুদউল্লাহরা দুটিতে হেরেছেন দুটিতে জয় পেয়েছেন। অন্যদিকে তামিমরা তিন ম্যাচে দুটিতে হারে একটিতে জয় পায়। একমাত্র শান্তরাই তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পান। শেষ ম্যাচে শান্তদের সংগে লড়াইয়ে হারলেই বাদ পড়ে যাবেন। জিতলে রানরেটের হিসেব করে নির্ধারণ হবে ফাইনালের দল।

সংক্ষিপ্ত স্কোর:

তামিম একাদশ: ৫০ ওভারে ২২১/৮ (তামিম ৯, তানজিদ ১, এনামুল ১, ইয়াসির ৬২, মিঠুন ২, অঙ্কন ৫৭, মোসাদ্দেক ৪০, সাইফ উদ্দিন ৩৮, মেহেদি ১*, তাইজুল ০*; রুবেল ১০-৩-৩৪-৪, আবু হায়দার ১০-০-৪০-১, ইবাদত ১০-১-৬০-২, রকিবুল ১০-০-৩২-০, মিরাজ ৫-০-৩০-০, মাহমুদউল্লাহ ৫-০-২৩-০)।

মাহমুদউল্লাহ একাদশ ২২২/৬ (৪৯.১ ওভার)

নাইম ৩, লিটন ৫, মাহমুদুল ৫৮, ইমরুল ৪৯, মাহমুদউল্লাহ ৬৭ , সোহান ২৬*, সাব্বির ৩, মিরাজ ০* ; সাইফউদ্দিন ১০-১-৪৯-৩, মুস্তাফিজ ১০-১-৫৩-১, খালেদ ১০-০-৩৯-১, তাইজুল ১০-০-৪০-১, মেহেদী ৯.১-০-৩৬-০।

সর্বশেষ - দেশের খবর

আপনার জন্য নির্বাচিত