logo
Saturday , 13 April 2024
  1. সকল নিউজ

‘সন্ধ্যার আগে শেষ করতে হবে নববর্ষের অনুষ্ঠান’

প্রতিবেদক
admin
April 13, 2024 1:31 pm

আগামীকাল রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ, নতুন বাংলা বর্ষ-১৪৩১। পহেলা বৈশাখের বর্ষবরণের আয়োজন করতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। বর্ষবরণের আয়োজনে সুনির্দিষ্ট কোনো হামলার শঙ্কা নেই, তবুও অতীতের সবকিছু মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। সন্ধ্যার আগে অনুষ্ঠান শেষ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

শনিবার (১৩ এপ্রিল) রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালি জাতিসত্তার অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ। এ কারণে বার বার এ আয়োজনে আঘাত হানা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। তাই সবকিছু মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হামলার শঙ্কা নেই।’

 ছবি: তানভীর আহাম্মদ

তিনি বলেন, ‘পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষ্যে দিনটি সারাদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হবে। প্রধান অনুষ্ঠান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা বটমূল, সংসদ ভবন এলাকা, হাতিরঝিল, রবীন্দ্র সরোবরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। ডিএমপির পক্ষ থেকে সব অনুষ্ঠান ঘিরেই ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে।’

 ছবি: তানভীর আহাম্মদ

সন্ধ্যার আগেই অনুষ্ঠান শেষ করতে হবে জানিয়ে ডিএমপি কমিশনারন আরও বলেন, ‘রমনার প্রবেশমুখে আর্চওয়ে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। ভেতরে-বাইরে সাদা পোশাকে ডিবি, এসবি, অন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর থাকবে। বিকেল ৫টা পর্যন্ত রমনা পার্কে প্রবেশের সুযোগ পাবেন, এরপর কেউ প্রবেশ করতে পারবেন না। সন্ধ্যার আগে অনুষ্ঠান শেষ করতে হবে।’

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গাদের অপকর্মে অতিষ্ঠ স্থানীয়রা

জাতীয় কবি কাজী নজরুলের ১২৩তম জন্মবার্ষিকী আজ

মানবতাবোধের বহ্নিশিখা জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়ে: ওবায়দুল কাদের

২০২৪ সালেই উদ্বোধন হবে বঙ্গবন্ধু রেলসেতু

আখাউড়া থেকে আগরতলা রেলপথ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে, উদ্বোধন সেপ্টেম্বরে

লক্ষ্য বিনিয়োগ আকর্ষণ : বাংলাদেশের অর্থনীতি নিয়ে জাপানে রোডশো আজ

সিন্ডিকেটের থাবা চালের বাজারে নিম্ন-মধ্যবিত্তের অসহনীয় কষ্ট

‘সিঙ্গেল অ্যাটাক’ কৌশলে রোহিঙ্গা নেতাদের হত্যা, বারবার উঠছে আরসার কথা

বিচারপতিদের সমান সুযোগ সুবিধা পাবেন নির্বাচন কমিশনাররা

শেখ হাসিনার প্রত্যাবর্তনে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা ফিরেছে: তথ্যমন্ত্রী