logo
Saturday , 21 January 2023
  1. সকল নিউজ

সিটবেল্ট না পরায় যে সাজা পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রতিবেদক
admin
January 21, 2023 1:04 pm

গাড়িতে সিটবেল্ট না পরায় জরিমানার মুখোমুখি হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শুক্রবার ব্রিটিশ পুলিশ সিটবেল্ট না বেঁধে গাড়িতে চড়ার জন্য এ জরিমানা করেছে। এ বিষয়ে এর আগে ক্ষমা চেয়েছিলেন তিনি।

শুক্রবার লঙ্কাশায়ার পুলিশ টুইটারে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, লঙ্কাশায়ারে চলন্ত গাড়িতে এক ব্যক্তি সিটবেল্ট পরেননি। তাই শুক্রবার আমরা লন্ডনের ৪২ বছর বয়সি ব্যক্তিকে শর্তসাপেক্ষ নির্দিষ্ট শাস্তির প্রস্তাব দিয়েছি।

এর আগে চলন্ত গাড়িতে সিটবেল্ট সরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ঋষি সুনাক।

ওই ভিডিওতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে সিটবেল্ট ছাড়া গাড়িতে যেতে দেখা যায়। আর এতেই বিস্তর সমালোচনা শুরু হয়। এর পর সুনাক ভুল স্বীকার করেন। বৃহস্পতিবার তার জন্য ক্ষমাও চান তিনি।

সুনাকের ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানিয়েছেন, তিনি কিছুক্ষণের জন্য সিটবেল্টটি খুলেছিলেন। তিনি নিজে স্বীকার করেছেন তা ভুল হয়েছিল। মুখপাত্র আরও বলেন, প্রধানমন্ত্রী মনে করেন, সকলের সিটবেল্ট পরা উচিত।

সুনাক দেশে একশোটিরও বেশি প্রকল্পে অর্থায়নের জন্য তার সরকারের নতুন লেভেলিং আপ ফান্ড ঘোষণার প্রচার করার জন্য একটি ভিডিও করেন। চলন্ত গাড়ির পিছনের সিটে বসেই সেই ভিডিওটি করেন সুনাক। ভিডিও রেকর্ডিংয়ের সময় সিটবেল্ট খুলে নেন। আর সেটিই তার ভুল।

এদিকে সুনাকের এই কাজের জন্য তাকে কটাক্ষ করার সুযোগ ছাড়েনি লেবার পার্টি। লেবার পার্টির মুখপাত্র বলেছেন, ‘ঋষি সুনাক জানেন না কীভাবে সিটবেল্ট, তার ডেবিট কার্ড, ট্রেন পরিষেবা, অর্থনীতি, এই দেশ পরিচালনা করতে হয়। এ তালিকা প্রতিদিন বাড়ছে।’

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

‘বাংলাদেশকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল দেশে পরিণত করতে সক্ষম হয়েছি’

কোস্ট গার্ড সদস্যদের সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতেই জিয়াকে আবিষ্কার করেছিল পাকিস্তানি শক্তি

বিএনপির এমপিদের পদত্যাগে সরকারের কিছু যায় আসে না : হানিফ

পলাতক জঙ্গিদের হন্যে হয়ে খুঁজছে পুলিশ

সিলিন্ডার গ্যাসের আগুনে দগ্ধ ৬ জনের একজন মারা গেছেন

সরকার দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে কাজ করছে : প্রধানমন্ত্রী

কারও কাছে মাথানত করিনি, জীবন ভিক্ষাও চাইনি: প্রধানমন্ত্রী

১০ বিশিষ্টজন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৪

যে কারণে হুট করে তেজ কমছে ইহুদি এজেন্ট নুরের