logo
Sunday , 12 March 2023
  1. সকল নিউজ

সারা দেশে বিস্ফোরণের ঘটনায় এখনো নাশকতার সন্ধান মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
admin
March 12, 2023 9:35 am

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিস্ফোরণের ঘটনার পেছনে এখন পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা আমরা দেখিনি। কোনো নাশকতার পরিকল্পনার সংবাদও আমাদের কাছে আসেনি। আমাদের স্পেশালিস্টরা (বিশেষজ্ঞ) এখন পর্যন্ত কোনো নাশকতার সন্ধান পাননি।’

আসাদুজ্জামান খান আরও বলেন, ‘গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী অনুসন্ধান চলছে। এই মুহূর্তে চূড়ান্ত কিছু বলতে পারছি না। আমাদের ধারণা, গ্যাস জমে থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিদ্দিকবাজারেও গ্যাসের বিষয়টা অনুমান করা হচ্ছে। চূড়ান্ত রিপোর্ট পেলে আরও পরিষ্কার করতে পারব।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০২৩ সালের শেষের দিকে অথবা ২৪ সালের প্রথম দিকে সংসদ নির্বাচন হতে পারে। নির্বাচন ঘিরে কেউ যদি কোনো রকম বিশৃঙ্খলা করতে চেষ্টা করে, ভাঙচুরের চেষ্টা করে, অগ্নিসংযোগের চেষ্টা করে, ষড়যন্ত্রের চেষ্টা করে, তাহলে আমাদের গোয়েন্দা বাহিনী, নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে। তারা তাদের কাজ করে যাবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আওয়ামী লীগ কখনো চক্রান্তে বিশ্বাস করে না। ষড়যন্ত্রে বিশ্বাস করে না। জনগণের ভোট এবং জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ চলে। কোনো ধরনের ষড়যন্ত্র, চক্রান্তকে আমরা ভয় পাই না। এগুলো মোকাবিলা করেই আমরা চলছি। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের সময় তাদের রাজনৈতিক প্রোপাগান্ডা করবে, দলের ম্যানিফেস্টো প্রচার করবে, জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক।’

মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির স্মরণিকার মোড়ক উন্মোচন ও ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।

সর্বশেষ - সকল নিউজ