logo
Tuesday , 12 July 2022
  1. সকল নিউজ

কালনা ও চীন-বাংলা মৈত্রী সেতুর উদ্বোধন সেপ্টেম্বরে

প্রতিবেদক
admin
July 12, 2022 4:32 pm

এ বছরের সেপ্টেম্বর মাসেই বহুল প্রতীক্ষিত কালনা ছয় লেন সেতু ও বেকুটিয়ায় অষ্টম চীন-বাংলা মৈত্রী সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প দুটি উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় এ কথা জানান মন্ত্রী।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলমান নির্মাণাধীন প্রকল্পের কাজগুলো দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে ৪ লেনকে ৬ লেনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

সিলেটসহ অন্যান্য জেলায় বন্যার কারণে যেসব রাস্তার ক্ষতি হয়েছে, সেগুলো দ্রুত মেরামত করারও নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘এবারের ঈদে সড়কের অবস্থা দেশের সব জায়গায় ভালো। সড়কের জন্য যানজট হয়নি। যেটুকু হয়েছে তা ব্যবস্থাপনা ত্রুটির জন্য। ভবিষ্যতে যাতে এটা না হয়, সেদিকে কঠোর নজর দিতে হবে।’

নতুন করে করোনা বাড়ার কারণে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকারও আহ্বান জানান মন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘যারা আজকে সমালোচনা করে, তারা একটা কাজ দেখাক– যে কাজটা হয়েছে জনগণের কোনও প্রকার দুর্ভোগ ও দুর্ঘটনা লাঘবের জন্য । কোথাও তাদের দৃশ্যমান প্রকল্প নেই।’

এ বছরের ডিসেম্বর মাসেই মেট্রোরেলের প্রথম ভাগের নির্মাণকাজ শেষ হতে পারে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী।

 

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

ভারত থেকে আরও বিদ্যুৎ আসছে মার্চে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

তিন হাজার ৭২৭ কোটি টাকা পরিচালন মুনাফা সোনালী ব্যাংকের

ঢাকায় গ্যাসের গন্ধ আতঙ্কিত হবেন না, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে: প্রতিমন্ত্রী

পরমাণু অস্ত্রের হুমকি থেকে বিশ্বকে মুক্ত রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বিএনপির ৬ সংসদ সদস্যের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

দেশবিরোধীরা পাঠ্যবই নিয়ে গুজব ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছে : শিক্ষামন্ত্রী

নেপালের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ চুক্তি করছে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বকে এক থাকতে বললেন প্রধানমন্ত্রী

প্রযুক্তির আমাদের ওপর কীভাবে প্রভাব ফেলছে?