logo
Thursday , 8 October 2020
  1. সকল নিউজ

উন্নয়ন কাজের সমন্বয় করতে ২৬ সংস্থাকে ডিএসসিসির চিঠি

প্রতিবেদক
admin
October 8, 2020 9:34 am

২৬ সংস্থার উন্নয়ন কার্যক্রম সমন্বয় করতে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বুধবার ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী স্বাক্ষরিত চিঠি সংশ্লিষ্ট সংস্থা বরাবর প্রেরণ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১ বাস্তবায়নে উন্নত বাংলাদেশের রাজধানী ঢাকাকে উন্নত ঢাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর তৃতীয় তফসিলের ১৬ নম্বর অনুচ্ছেদ মোতাবেক সমন্বিত ঢাকা শহর তৈরির কাজ চলছে। সমন্বিত মহাপরিকল্পনাটি সরকার অনুমোদন করার পর কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের মতামত গ্রহণপূর্বক সমন্বয় করে বাস্তবায়ন করতে হবে। বর্তমানে ডিএসসিসির সঙ্গে সমন্বয় না করে বিভিন্ন সংস্থার উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ফলে ঢাকা শহর অপরিকল্পিত নগরীতে পরিণত হচ্ছে।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত