logo
Tuesday , 29 January 2019
  1. সকল নিউজ

এভিন লুইসের সেঞ্চুরি, ওয়াহাবের হ্যাটট্রিক

প্রতিবেদক
admin
January 29, 2019 11:11 am

চট্টগ্রাম পর্বে এসে সত্যিকারের রান-উৎসব দেখছে বিপিএল। গত শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং ভাইকিংসের বিপক্ষে অ্যালেক্স হেলস ও রাইলি রুশোর জোড়া সেঞ্চুরিতে ২৩৯ রানের হিমালয় গড়েছিল রংপুর রাইডার্স। বিপিএলের ছয় আসর মিলিয়েই যা সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

সোমবার দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে এভিন লুইসের খুনে সেঞ্চুরিতে পাঁচ উইকেটে ২৩৭ রানের বিশাল সংগ্রহ গড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যা বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।

লুইসের সেঞ্চুরির পর ওয়াহাব রিয়াজের হ্যাটট্রিকে খুলনাকে ৮০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে কুমিল্লা। বিশাল লক্ষ্য তাড়ায় সাত বল বাকি থাকতেই ১৫৭ রানে গুটিয়ে যায় খুলনা। ১৯তম ওভারে টানা তিন বলে ডেভিড ভিসে, তাইজুল ইসলাম ও মোহাম্মদ সাদ্দামকে ফিরিয়ে খুলনাকে থামিয়ে দেন কুমিল্লার পাকিস্তানি পেসার ওয়াহাব। এবারের বিপিএলে এটি দ্বিতীয় হ্যাটট্রিক।

টস হেরে ব্যাটিংয়ে নামা কুমিল্লার শুরুটা দেখে বোঝা যায়নি এমন ঝড়ের কবলে পড়তে যাচ্ছে খুলনা। প্রথম ১০ ওভারে ৭৭ রান তোলা কুমিল্লা লুইসের তাণ্ডবে শেষ ১০ ওভারে যোগ করে ১৬০ রান! ইনিংসের শুরুতে পায়ে চোট পাওয়ায় ঝড় তুলতে একটু সময় নিলেও শেষ ১০ ওভারে টর্নেডো ব্যাটিংয়ে সেটি পুষিয়ে দেন লুইস।

৪৭ বলে তিন অঙ্ক ছোঁয়া ক্যারিবীয় ব্যাটসম্যান শেষ পর্যন্ত পাঁচ চার ও ১০ ছক্কায় ৪৯ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন। এবারের আসরে এটি চতুর্থ সেঞ্চুরি। আর বিপিএলে সবমিলিয়ে লুইসের দ্বিতীয় সেঞ্চুরি এটি। ক্রিস গেইলের পর শুধু তিনিই বিপিএলে একাধিক সেঞ্চুরি করলেন।

কুমিল্লাকে রান পাহাড়ের চূড়ায় তুলতে লুইসকে যোগ্য সঙ্গ দিয়েছেন ইমরুল কায়েস (২১ বলে ৩৯) ও শামসুর রহমান (১৫ বলে ২৮*)। এই ত্রয়ীর তাণ্ডবে খুলনার বোলার সাদ্দাম হোসেনকে চার ওভারে গুনতে হয়েছে ৫৯ রান। বিপিএলের ইতিহাসে যা সবচেয়ে খরুচে বোলিং।

২৩৮ রানের অসম্ভব লক্ষ্য তাড়ায় ৫৫ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর জয়ের সম্ভাবনাই জাগাতে পারেনি খুলনা। সর্বোচ্চ ৫০ রান আসে ওপেনার ব্রেন্ডন টেলরের ব্যাট থেকে। সমান তিনটি করে উইকেট নেন কুমিল্লার দুই পাকিস্তানি বোলার ওয়াহাব ও শহীদ আফ্রিদি। নয় ম্যাচে এটি কুমিল্লার ষষ্ঠ জয়। অন্যদিকে ১১ ম্যাচে নবম হারে তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করা নিশ্চিত হয়ে গেল খুলনার।

সর্বশেষ - সকল নিউজ