দেশব্যাপী নাশকতাকারীদের তাণ্ডবলীলা


admin প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৪, ৪:৪৯ অপরাহ্ন | 655
দেশব্যাপী নাশকতাকারীদের তাণ্ডবলীলা

শুক্রবার (১৯ জুলাই) রাতে নারায়ণগঞ্জের ঝালকুড়ি এলাকায় শীতল পরিবহনের ডিপোতে পার্ক করে রাখা ২৬টি এসি বাস পুড়িয়ে দেয় নাশকতাকারীরা।

 
ধ্বংসলীলার হাত থেকে রক্ষা পায়নি আঞ্চলিক পাসপোর্ট অফিসও। সার্ভারসহ পুড়িয়ে দেয়া হয় ৮ হাজার পাসপোর্ট, গুরুত্বপূর্ণ নথি।
 
মানুষের জানমালের নিরাপত্তায় যারা দায়িত্ব পালন করেন ছাড় পায়নি তারাও। ভাঙচুর চালানো হয় জেলা পিবিআই কার্যালয়ে। পুড়িয়ে দেয়া হয় তিনটি গাড়ি ও পুলিশ বক্স।
 
 
এসবি কম্পোজিট নামে রফতানিমুখী একটি পোশাক কারখানার ৬ তলা ভবনে ভাঙচুর ও মালামাল পুড়িয়ে দেয়া হয়।
 
হামলা চালানো হয় সিটি করপোরেশন কার্যালয়েও। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি।
 
এদিকে, মাদারীপুরেও চালানো হয় ধ্বংসলীলা। পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নাশকতাকারীরা। এতে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।