কোটা নিয়ে আপিল বিভাগের রায়কে স্বাগত জানালেন আমু


admin প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৪, ৪:৪৯ অপরাহ্ন | 423
কোটা নিয়ে আপিল বিভাগের রায়কে স্বাগত জানালেন আমু

রোববার (২১ জুলাই) সন্ধ্যায় ঢাকার ইস্কাটনে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 
এসময় শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরে যাওয়ার আহ্বান জানান আমির হোসেন আমু।
 
তিনি বলেন, ‘কোটা নিয়ে আপিল বিভাগ যে রায় দিয়েছেন, সংবিধানকে সমুন্নত রেখে এটাকে আমরা স্বাগত জানাই। বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমরা সবাই বলেছিলাম কোটা আন্দোলনকারী নেতৃত্বদানকারীদের ধৈর্য ধরতে, সেটার ফলাফল এসেছে এবং আমরা আশা করি, এ ফলাফলের ভিত্তিতে আগামী দিনে সমস্ত কিছু সুরাহা হয়ে যাবে।’
 
গত ৫ জুন কোটা বহাল রেখে হাইকোর্ট দেয়া রায়ের পর থেকেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। এক পর্যায়ে এ আন্দোলনে প্রবেশ করে স্বার্থান্বেষী গোষ্ঠী। দেশজুড়ে জ্বালাও পোড়াও আর ধ্বংসযজ্ঞে মাতে একটি মহল। তবে কোটা আন্দোলনকারীরা জানিয়েছিলেন, নাশকতার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই তাদের। নাশকতা সমর্থনও করেন না তারা।
 
এমন পরিস্থিতিতে রোববার (২১ জুলাই) সকালে সর্বোচ্চ আদালতে শুরু হয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি। প্রায় সাড়ে ৩ ঘণ্টা শুনানি শেষে হাইকোর্টের রায় বাতিল করে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ১ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য সংস্কারের আদেশ দেন সর্বোচ্চ আদালত।