logo
Saturday , 13 January 2024
  1. সকল নিউজ

‘হতদরিদ্রের হার শূন্যের কোঠায় আনার চেষ্টা করব’

প্রতিবেদক
admin
January 13, 2024 3:00 pm

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘হতদরিদ্রের হার ৫ দশমিক ৬-এ নেমে এসেছে। সেটাকে শূন্যের কোঠায় আনার সর্বোচ্চ চেষ্টা করবো। বঙ্গবন্ধুকন্যা যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।’

আজ শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

 

বিএনপি প্রসঙ্গে দীপু মনি বলেন, ‘যারা নাশকতা করে, যারা দেশবিরোধী, যারা ধ্বংসাত্মক কার্যকলাপ করে তাদের কোনো দল নেই। এগুলো যারা করে তাদের রাজনৈতিক দল বলা ঠিক না।’

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন। তবে তার সেই স্বপ্ন পূরণ হয়নি।

কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পিতার স্বপ্নপূরণে দেশকে আজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। আশা করছি, সবার সহযোগিতা নিয়ে নতুন এই মন্ত্রনালয়ে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্ন এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো-ইনশাআল্লাহ’। 

নতুন দায়িত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নতুন মন্ত্রণালয়ে যাবো রবিবার। তারপর বুঝবো নতুন কী কী চ্যালেঞ্জ আছে।

এটা খুব বড় সেক্টর। বঙ্গবন্ধু যে কল্যাণ রাষ্ট্র করতে চেয়েছিলেন, বঙ্গবন্ধুকন্যা যে বৈষম্য দূর করতে চেয়েছিলেন; এটা সেই মন্ত্রণালয়। নতুন নতুন পদক্ষেপ নিয়ে কাজ করা হবে।’ 

এরআগে শুক্রবার সন্ধ্যার আগে ঢাকা থেকে চাঁদপুর সার্কিট হাউসে পৌঁছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। এসময় সরকারি প্রশাসন, পুলিশ বিভাগ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে শহরে কদমতলার নিজ বাসভবনে যান ডা. দীপু মনি। সেখান থেকে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে খাদ্য ঘাটতি নেই, সরকারের প্রশংসায় বিশ্বব্যাংক

বিএনপিকে পাকিস্তানে গিয়ে নির্বাচন করতে বললেন যুবলীগের চেয়ারম্যান

আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইভিএম চায় আ.লীগ

জুলাইয়ে শুরু প্রথম পাতাল রেলের কাজ, ভূমি উন্নয়নে ব্যয় ১১৪৯ কোটি

স্বয়ংক্রিয় অস্ত্র বানাতে প্রযুক্তির এই যত অপব্যবহার!

সিলেটে পুলিশি হেফাজতে মৃত্যু: মামলার তদন্ত কর্মকর্তা বদল

উপ-নির্বাচনে প্রমাণ হলো আ’লীগের আমলে ভোট সুষ্ঠু হয়: প্রধানমন্ত্রী

দুর্যোগে বিএনপিকে খুঁজে পাওয়া যায় না, তারা শীতের পাখি: তথ্যমন্ত্রী

ঘন কুয়াশার দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

রুশ সেনাদের সরিয়ে গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিল ইউক্রেন