logo
Friday , 15 December 2023
  1. সকল নিউজ

আনসার আল ইসলামের ৬ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
admin
December 15, 2023 3:12 pm

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাতে রাজধানীর আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ থেকে তাদের গ্রেফতার করা হয়।

রাজধানীর কারওয়ানবাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে র‌্যাব-১-এর একটি দল তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন আব্দুর রাজ্জাক ওরফে ইসহাক ওরফে সাইবা, শরিফুল ইসলাম মুরাদ, আশিকুর রহমান ওরফে উসাইম্যান, মুহাম্মদ জাকারিয়া ওরফে আবরার, আল আমিন ওরফে সামুরা ও আবু জব মারুফ।

তাদের মধ্যে ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী ও প্রশিক্ষণ শাখার প্রধান আব্দুর রাজ্জাককে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

মঈন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর সদস্য বলে জানান। তারা আফগানিস্তানের তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর কার্যক্রম পরিচালনা করছিলেন।

তিনি বলেন, এ উদ্দেশ্যে সংগঠনের সদস্যদের তারা বিভিন্ন উগ্রবাদী বই, মুসলমানদের ওপর নির্যাতন ও উগ্রবাদী নেতাদের বক্তব্যের ভিডিও সরবরাহ করতেন।

এছাড়া তারা সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য ভুল তথ্য দিয়ে তাদের আত্মীয়-স্বজন, বিভিন্ন মাদ্রাসা ও সদস্যদের কাছ থেকে নিয়মিত অর্থ সংগ্রহ করতেন বলে জানান মঈন।

মঈন বলেন, বিভিন্ন সময়ে তারা মসজিদ, বাসা বা বিভিন্ন স্থানে সদস্যদের নিয়ে গোপন সভা পরিচালনা করতেন। পার্শ্ববর্তী বিভিন্ন দেশের সমমনা ব্যক্তিদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ বজায় রাখতেন। তারা সংগঠনের সদস্যদের তথাকথিত হিজরতের উদ্দেশ্যে বিভিন্ন প্রশিক্ষণের জন্য অবৈধপথে পার্শ্ববর্তী দেশে প্রেরণ করত।

আব্দুর রাজ্জাক ২০১৫ সালে সংগঠনের শীর্ষ স্থানীয় নেতাদের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে আনসার আল ইসলামে যোগদান করেন। সংগঠনে যোগদানের পর তিনি বিভিন্ন পেশার আড়ালে সংগঠনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেন।

পরবর্তীতে সে সংগঠনের রাজধানীর আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ বিভাগের প্রধান সমন্বয়ক এবং প্রশিক্ষণ শাখার প্রধানের দায়িত্বপ্রাপ্ত হয়।

তার সঙ্গে আনসার আল ইসলামের বর্তমান আমির আবু ইমরানের সরাসরি যোগাযোগ রয়েছে এবং তার নির্দেশেই তিনি রাজধানীর আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কাজ শুরু হবে আগস্টে : শিক্ষামন্ত্রী

সবাইকে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

জাতীয় গ্রিডে ৮০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ শুরু,দৈনিক ১৬ কোটি ঘনফুট গ্যাস উৎপাদনের চেষ্টা

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ, মাঝনদীতে আটকা তিনটি

স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

শীতে করোনা বিস্তার ঠেকাতে সক্ষম হবে বাংলাদেশ, আশা প্রধানমন্ত্রীর

সীতাকুণ্ডে নিহতদের দাফনে ৫০ হাজার টাকা করে দিলো জেলা প্রশাসন

বিএসএমএমইউতে উত্তেজনা: রোগী দুর্ভোগ সৃষ্টিকারী আচরণ কাম্য নয়

পদ্মা সেতু বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস এনে দিয়েছে’

পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে আসতে ভয় পাচ্ছে : লিটন