logo
Monday , 25 September 2023
  1. সকল নিউজ

অক্টোবরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু

প্রতিবেদক
admin
September 25, 2023 9:20 am

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট অক্টোবরের মাঝামাঝি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে।বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ারুল আজিম জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন চালু রাখতে কাজ করছেন তারা।

তবে কয়লার ঘাটতি ও যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকে।

“সর্বশেষ যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ১৮ সেপ্টেম্বর রাতে প্রথম ইউনিটের উত্পাদন পুনরায় শুরু করা হয়েছিল। দ্বিতীয় ইউনিটটিও উৎপাদন শুরুর প্রক্রিয়াধীন রয়েছে। এ জন্য পর্যাপ্ত কয়লা মজুদ রয়েছে। প্রতিদিনই আমদানি করা কয়লা নিয়ে বিদেশি জাহাজ মংলা বন্দরে আসছে।”

এর আগে, কর্মকর্তারা ঘোষণা করেছিলেন, বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি সেপ্টেম্বরে বাণিজ্যিক উত্পাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে।

রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি গত ১১ মাসে মোট ১৪ বার বন্ধের সম্মুখীন হয়েছে। বাণিজ্যিক কার্যক্রমের প্রথম নয় মাসে সাতবার উৎপাদন বন্ধ হয়েছে।

২০১০ সালে, রামপাল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ও ভারতের এনটিপিসির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

সমঝোতা স্মারক অনুসারে, রামপাল ২০১৮ সালে উত্পাদন শুরু করার কথা ছিল। তবে, কোভিড-১৯ মহামারীসহ বিভিন্ন কারণে সময়সীমা কয়েকবার বাড়ানো হয়।

খুলনা বিভাগের বাগেরহাটের রামপালে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়ে ১,৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়েছে।

মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টটি ভারত সরকারের রেয়াতি অর্থায়ন প্রকল্পের অধীনে নির্মাণ করা হয়েছিল।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

পুতিন দ্বিতীয় হিটলার, তার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে: জেলেনস্কি

যেভাবে ফাঁস হলো উবারের ১ লাখ ২৪ হাজার নথি

যুক্তরাষ্ট্রের বাজারে চীন ও ভিয়েতনামের চেয়ে বেশি অর্ডার পাবে বাংলাদেশ

মোংলা থেকে খুলনা রুটে রেল চলবে অক্টোবরের শেষে

নারীদেরকে বিজ্ঞানে উৎকর্ষতা লাভের সুযোগ দিতে বৈশ্বিক প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

সীমান্তে মিয়ানমারের হেলিকপ্টার থেকে একের পর এক গোলা নিক্ষেপ

মার্চ মাসেই আসছে আদানির বিদ্যুৎ : জ্বালানি প্রতিমন্ত্রী

এক কোটি লিটার সয়াবিন, ৮ হাজার টন ডাল কেনা হচ্ছে

ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতিতে বিশেষ স্থানে বাংলাদেশ: মুর্মু

বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ না করে জনগণের কাছে যান : বিএনপিকে তথ্যমন্ত্রী