logo
Thursday , 20 July 2023
  1. সকল নিউজ

মালয়েশিয়া থেকে এলএনজি কিনছে বাংলাদেশ?

প্রতিবেদক
admin
July 20, 2023 10:03 am

মালয়েশিয়ার এক কোম্পানির সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ নিশ্চিত করতে আলোচনা করছে বাংলাদেশ। বুধবার (১৯ জুলাই) সংশ্লিষ্ট খাত সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন এই প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশ দীর্ঘমেয়াদি ভিত্তিতে এলএনজি আমদানিতে তৃতীয় দেশ হিসেবে মালয়েশিয়াকে বেছে নিল।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নয়নশীল দেশ বাংলাদেশ বিদ্যুতের চাহিদা মেটাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশে বছরে ১ মিলিয়ন মেট্রিক টন এলএনজি সরবরাহ করবে মালয়েশিয়ার ফার্ম পেরিন্টিস আকাল এসডিএন বিএইচডি।

রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোবাংলার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ নিয়ে আলোচনা চলছে। তবে সেটা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। চুক্তির মেয়াদ বা সরবরাহ শুরুর তারিখ উল্লেখ করেননি তিনি। বিদ্যুতের চাহিদা মেটাতে এলএনজি সরবরাহের জন্য কত বছর মেয়াদি চুক্তি সই করছে বাংলাদেশ- এ বিষয়ে জানতে পেরিন্টিস আকাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে মালয়েশিয়ায় সরকারি ছুটির কারণে এতে সাড়া দেননি তারা।

কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনাল হিসেবে পরিচিত দুটি এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ এবং রি-গ্যাসিফিকেশন ইউনিট) স্থাপনের পর, ২০১৮ সাল থেকে বাংলাদেশ কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করছে।

এছাড়া ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলাদেশ আন্তর্জাতিক স্পট মার্কেট থেকেও এলএনজি আমদানি করে।

সর্বশেষ - সকল নিউজ