চীন থেকে এলো পদ্মা সেতু রেল প্রকল্পের আরও ১৫টি কোচ


admin প্রকাশের সময় : মে ২২, ২০২৩, ৯:৩১ পূর্বাহ্ন | 545
চীন থেকে এলো পদ্মা সেতু রেল প্রকল্পের আরও ১৫টি কোচ

পদ্মা সেতু রেল প্রকল্পের জন্য চীন থেকে কেনা ১৫টি রেল কোচ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।কোচগুলো চট্টগ্রাম নগরের হালিশহরে রেলওয়ের চিটাগং গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) রাখা হবে।

পরে সেখান থেকে এসব কোচ সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে নেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।

রেলওয়ে সূত্র জানায়, ইতোমধ্যে কয়েক দফায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য রেলের ৮০টি কোচ পাওয়া গেছে। চায়না প্রতিষ্ঠান সিআরইসি তাংশান কোম্পানি লিমিটেড এসব কোচ সরবরাহ করেছে। এসব কোচও সৈয়দপুরে রেলওয়ে ওয়ার্কশপে চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ফকির মোহাম্মদ মহিউদ্দিন বলেন, চীন থেকে আসা ট্রেনের কোচগুলো জাহাজ থেকে খালাস করার পর সিজিপিওয়াই নিয়ে যাওয়া হবে। সেখান থেকে এসব কোচ বিশেষ নিরাপত্তায় ঢাকা হয়ে সৈয়দপুরে রেলওয়ে ওয়ার্কশপে পাঠানো হবে।

উল্লেখ্য, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অধীনে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৭ কোটি টাকা।