টানেল যুগে প্রবেশ করছে বাংলাদেশ


admin প্রকাশের সময় : মে ১৬, ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ন | 435
টানেল যুগে প্রবেশ করছে বাংলাদেশ

কয়েক মাস পর টানেল যুগে প্রবেশ করবে বাংলাদেশ। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’-এর কাজ ইতোমধ্যে ৯৬ দশমিক ৫ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ শেষ হলেই উদ্বোধন করা হবে বহু প্রতীক্ষিত টানেল। ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে যানবাহনের টোল হার। সংশ্লিষ্টরা বলছেন, টানেল চালু হলে যোগাযোগ, পর্যটন ও অর্থনীতির গতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

ওয়ান সিটি টু টাউন : 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চালু হলে চীনের সাংহাই শহরের আদলে ওয়ান সিটি টু টাউন পরিকল্পনা বাস্তবায়ন একধাপ এগিয়ে যাবে। টানেল চালু হলে চট্টগ্রাম নগরীর পরিধি বাড়বে। টানেলের এক প্রান্তে চট্টগ্রাম শহর, অপর প্রান্তে রয়েছে আনোয়ারা উপজেলা। শহরের খুব কাছে থাকলেও এ উপজেলা এতদিন অবহেলিত ছিল। টানেল নির্মাণের মধ্য দিয়ে আরেকটি শহরে রূপ নিচ্ছে আনোয়ারা। ইতোমধ্যে আনোয়ারা উপজেলায় জমির দাম কয়েকগুণ বেড়ে গেছে। আনোয়ারা উপজেলা প্রান্তে টানেল সংযোগ সড়কের দুই পাশে গড়ে উঠছে ছোট-বড় অসংখ্য শিল্প-কারখানা। টানেল চালু হলে কর্ণফুলী নদী পাড়ি দিতে সময় লাগবে মাত্র ৩ মিনিট। সময় বেঁচে যাওয়ায় অর্থনীতি গতি পাবে। টানেলকে ঘিরে রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রাম নগরীর এবং পর্যটন নগরী কক্সবাজারের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে।