logo
Monday , 20 February 2023
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার ভাবনা
  5. খেলা
  6. জাতীয়
  7. টেক নিউজ
  8. দেশের খবর
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. সম্পাদকীয়
  15. সাফল্য

গুলশানে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রতিবেদক
admin
February 20, 2023 9:27 am

রাজধানীর গুলশানে একটি বহুতল আবাসিক ভবনে লাগা আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তদন্ত কমিটির প্রধান হলেন- পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি।

সদস্য হিসেবে থাকবেন- উপপরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স), সহকারী পরিচালক, ঢাকা; গুলশান জোনের উপসহকারী পরিচালক এবং স্থানীয় ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এর আগে রবিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১২ তলা ওই ভবনের সপ্তম তলায় আগুন লাগে। খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় ভবনটিতে আটকে পড়া বাসিন্দারা চিৎকার করে তাঁদের বাঁচানোর আকুতি জানান। এক পর্যায়ে ভবনের অন্যান্য তলায় আগুন ছড়িয়ে পড়ে। রাত সোয়া ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এ পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি