logo
Monday , 30 January 2023
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার ভাবনা
  5. খেলা
  6. জাতীয়
  7. টেক নিউজ
  8. দেশের খবর
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. সম্পাদকীয়
  15. সাফল্য

বিএনপির আন্দোলন ১০ ডিসেম্বর শেষ হয়ে গেছে: হানিফ

প্রতিবেদক
admin
January 30, 2023 9:29 am

বিএনপির আন্দোলন ১০ ডিসেম্বর শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রোববার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, বিএনপি মিথ্যাচার করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। বিএনপির আন্দোলন ১০ ডিসেম্বর শেষ হয়ে গেছে। এবার নির্বাচনে সবকিছুর ফয়সালা হবে। সেখানেই সিদ্ধান্ত হবে কারা দেশ পরিচালনা করবে। আগামী নির্বাচনে জনগণ আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।

রোববার দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রীর জনসভা শুরু হয় কিন্তু সকাল থেকেই রাজশাহী ও বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকেই মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর মাঠের দিকে আসা নেতাকর্মীরা আর মাঠের ভেতরে ঠুকতে পারেননি। ফলে জনস্রোত ছড়িয়ে পড়ে জনসভাস্থলের আশপাশের সড়কগুলোতে। একদিকে জনস্রোত গিয়ে ঠেকে সিঅ্যান্ডবি মোড় থেকে ঘোষপাড়ার মোড়, পাঠানপাড়া— এমনকি সাহেববাজার জিরো পয়েন্ট পর্যন্ত ছড়িয়ে পড়েছে জনসভার পরিসর।

সর্বশেষ - রাজনীতি