logo
Thursday , 19 January 2023
  1. সকল নিউজ

প্রচারণায় নামলেন আবদুস সাত্তার ভূঁইয়া, সঙ্গে আছেন আ.লীগ নেতারা

প্রতিবেদক
admin
January 19, 2023 12:40 pm

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের প্রচারণায় নামলেন বিএনপির আলোচিত দলছুট নেতা আবদুস সাত্তার ভূঁইয়া। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নিজের প্রতিষ্ঠিত সরাইল উপজেলার পরমানন্দপুর হাজী মকসুদ আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভার মাধ্যমে এ প্রচারণা শুরু হয়।

পাকশিমুল ইউনিয়নের সচেতন নাগরিক ও সুধী সমাজের ব্যানারে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। মঞ্চে আবদুস সাত্তারের ডান পাশের আসনে আছেন অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, বাঁ পাশে আছেন পাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করছেন পাকশিমুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজ খান।
আবদুস সাত্তারের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় পদ ছাড়ার পর গতকাল সন্ধ্যায় প্রথম আশুগঞ্জ উপজেলায় আসেন আবদুস সাত্তার। আশুগঞ্জ থেকে নৌপথে সন্ধ্যায় সরাইল উপজেলার পরমানন্দপুরের গ্রামের বাড়িতে পৌঁছে নিজের বংশের ও গ্রামের লোকজনের সঙ্গে মতবিনিময় করেন।

স্থানীয় নেতা–কর্মীরা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে সরাইল উপজেলার পরমানন্দপুর হাজী মকসুদ আলী ভূঞা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা শুরু হয়। শিক্ষাপ্রতিষ্ঠানটি নিজের বাবার নামে প্রতিষ্ঠা করেছেন তিনি। নির্বাচনী প্রচারণা উপলক্ষে সেখানে বিভিন্ন শ্রেণি-পেশা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বিদ্যালয় মাঠে পরমানন্দপুর, ফতেহপুর, বরইচারা, ষাটবাড়িয়া, হরিপুর গ্রামের লোকজন উপস্থিত হন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১১ ডিসেম্বর দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন আবদুস সাত্তার ভূঁইয়া। ২৯ ডিসেম্বর রাতে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে চেয়ারপারসনের উপদেষ্টার পদ ছাড়েন তিনি। এরপর আর এলাকায় আসেননি। মুঠোফোনও বন্ধ ছিল। ১ জানুয়ারি আবদুর রশিদ নামের এক ব্যক্তি তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ৪ জানুয়ারি ছেলে মাঈনুল হাসান ভূঁইয়া বাবার পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব প্রথম আলোকে বলেন, পাঁচ গ্রামের সভায় উকিল আবদুস সাত্তারের সমর্থনে উপজেলার অরুয়াইল ইউনিয়ন শাখা আওয়ামী লীগের নেতারাও আছেন। উপজেলা আওয়ামী লীগের নেতা–কর্মীরাও থাকবেন। বেলা ৩টায় অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজে শিক্ষক-কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা করবেন তিনি। বিকেল ৪টায় শিক্ষক-কর্মচারী, অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়ন এবং উপজেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে নির্বাচনী সভা করবেন তিনি।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত