logo
Tuesday , 17 January 2023
  1. সকল নিউজ

বিএনপির আন্দোলন এখন হাসপাতালে: ওবায়দুল কাদের

প্রতিবেদক
admin
January 17, 2023 9:44 am

বিএনপির আন্দোলন এখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, বিএনপির আন্দোলন ভুয়া। বিএনপির নেতা নাই, ৫৪ দলের কোনো নেতা নাই, সব ভুয়া, ভুয়া, ভুয়া। তাদের বড় বড় নেতারা হাসপাতালে ভর্তি। আন্দোলন রেখে এ সময় হাসপাতালে কেন? আরও নেতা হাসপাতালে যেতে পারে। বিএনপির জোট ভুয়া। আমেরিকা এম্বেসিতে তাদের কত দৌড়াদৌড়ি। অথচ আমেরিকার মন্ত্রী এসে বাংলাদেশের প্রশংসা করছেন।

দেশব্যাপী বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচির প্রতিবাদে সোমবার রাজধানীর ভাটারায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

শান্তি সমাবেশের শুরুতেই ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জাতীয় কমিটির সদস্য মো. ওয়াকিল উদ্দিন বলেন, গুলশান, বাড্ডা ও ভাটারায় আমাদের হাজার হাজার নেতাকর্মী। দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আমি পরিষ্কার বলে দিতে চাই, আমার এই এলাকা আওয়ামী লীগের ঘাঁটি। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা লাখ লাখ লোক নিয়ে রাস্তায় থাকবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, আজকে এমন সময়ে আমরা সমাবেশ করছি, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মাইলফলক অতিক্রম করছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে, তখন বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি বশির উদ্দিন। সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ, সংসদ সদস্য হাবিব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন শাখার নেতাকর্মীরা যোগ দেন।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

বিল না দিলে সংযোগ বিচ্ছিন্ন হবে সরকারি প্রতিষ্ঠানের

বাবুল আক্তারসহ ৭ আসামির বিরুদ্ধে চার্জশিট আদালতে

ভাস্কর্য নয়, মাদ্রাসায় শিশু বলৎকার নিয়ে ভাবার পরামর্শ বাবুনগরীকে

মগজ খেয়ে ফেললো অ্যামিবা, যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন:- টাকা হাতে রাখার প্রবণতা ৯ মাসে ৬ গুণ বেড়েছে

একনেকে ২৬৬৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

সাংবাদিক-পর্যবেক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় বিকেলে

স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের ১ম বৈঠক সাইবার অপরাধসহ ১০ চ্যালেঞ্জ শনাক্ত

বাজার পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একগুচ্ছ নির্দেশ জারি

রিজার্ভ একটু কম-বেশি হবেই: প্রধানমন্ত্রী