logo
Sunday , 15 January 2023
  1. সকল নিউজ

৪০০ যাত্রী নিয়ে বিষখালী নদীর চরে আটকা লঞ্চ

প্রতিবেদক
admin
January 15, 2023 9:35 am

প্রায় ৪০০ যাত্রী নিয়ে বিষখালী নদীর ভবানীপুর চরে আটকা পড়েছে এম ভি শাহরুখ-১ নামের একটি লঞ্চ। লঞ্চটি শনিবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টায় ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে যায়। রবিবার ভোর ৫টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার ভবানীপুর এলাকায় লঞ্চটি চরে আটকে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঞ্চটি চরে আটকে ছিল।

লঞ্চের একজন যাত্রী বেতাগী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাইজুল ইসলাম অভিযোগ জানান, লঞ্চটি ঝালকাঠির সুগন্ধা নদীর চ্যানেল অতিক্রম করার সময় অদক্ষ চালক লঞ্চের সামনের অংশ বালুর চরে তুলে দেন।

আরেক যাত্রী কামাল হোসেন জানান, চার ঘণ্টা ধরে আটকা পড়ে থাকলেও তারা লঞ্চের কর্মচারীদের কোনো সাড়াশব্দ পাচ্ছেন না। এমনকি তারা কোথায় আছেন, সে হদিসও পাওয়া যাচ্ছে না। ফলে যাত্রীরা সবাই গভীর উৎকণ্ঠার মধ্যে আছেন। তিনি বলেন, ‘এর মধ্যে যাত্রীদের দুর্ভোগের সুযোগ নিয়ে লঞ্চের ক্যান্টিনে খাবারের দাম কয়েক গুণ বেশি নেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত, কয়েক বছর ধরে শীতের মৌসুমে নিয়মিত নাব্যতা সংকট দেখা দিচ্ছে বিষখালী নদীতে।

সর্বশেষ - সকল নিউজ