logo
Wednesday , 21 December 2022
  1. সকল নিউজ

কোনো দলকে জোর করে নির্বাচনে আনতে পারব না: সিইসি

প্রতিবেদক
admin
December 21, 2022 9:32 am

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের বিষ‌য়ে ব‌রিশা‌লের প্রশাসন‌কে অব‌হিত ক‌রেছি।

আমরা তা‌দের ম‌্যা‌সেজ দি‌য়ে‌ছি যে, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নির‌পেক্ষ ও অংশগ্রহণমূলক কর‌তে চেষ্টা ক‌রে যা‌ব।

ভোটাররা যা‌তে নির্বিঘ্নে এ‌সে ভোট দি‌তে পা‌রেন, নির্বাচন ক‌মিশন তা নি‌শ্চিত কর‌তে চায়। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সুষ্ঠু নির্বাচন করতে চাই। প্রশাসনের কর্মকর্তারা নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছেন, সংবিধান ও আইন মেনে প্রজাত‌ন্ত্রের কর্মচারী হি‌সে‌বে নির‌পেক্ষভা‌বে দা‌য়িত্বপালন কর‌বেন।

বরিশাল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও বরিশাল অঞ্চলের জেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময়সভা শেষে মঙ্গলবার রাতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রস‌ঙ্গে সিই‌সি সাংবাদ‌িকদের প্রশ্নের জবা‌বে ব‌লেন, কোনো দল‌কে আমরা জোর করে আন‌তে পার‌বো না। আমরা ওনা‌দের (বিএনপি) সংলাপে অংশ নি‌তে চি‌ঠি দি‌য়ে‌ছিলাম। ওনাদের এখনও আম‌া‌দের ওপর অনাস্থা র‌য়ে‌ছে। বিএনপি যাতে অংশগ্রহণ করে সেবিষয়ে সরকারও আন্তরিক।

সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম, নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর, আইডিইএ প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম।

বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায়  আরও উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সঞ্জয় কুমার কুণ্ডু, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ - সকল নিউজ