logo
Tuesday , 20 December 2022
  1. সকল নিউজ

নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদল বিএনপির সহ্য হয় না: আমু

প্রতিবেদক
admin
December 20, 2022 9:35 am

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হয়েছে। কিন্তু বিএনপির এটা সহ্য হয় না। এজন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তবে কোনো ষড়যন্ত্র সফল হবে না। ষড়যন্ত্র রুখতে ১৪ দল প্রস্তুত। রাজপথে অপশক্তি মোকাবিলার ঘোষণা দেন তিনি।

গতকাল সোমবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রাঙ্গণে মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি। আমির হোসেন আমুর সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, গণ-আজাদী লীগের সভাপতি এস কে শিকদার, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, কমিউনিস্ট কেন্দ্রের অসীত বরণ রায়, গণতন্ত্রী মজদুর পার্টির জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান প্রমুখ। ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারা ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক অপশক্তি মোকাবিলার ঘোষণা দেন। ১৪ দলীয় জোটের ব্যাপকসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে আলোচনাসভাটি রীতিমতো জনসমুদ্রে রূপ নেয়।

আমির হোসেন আমু বলেন, বিএনপি আন্দোলন করার জন্য ডিসেম্বরকে বেছে নিয়েছে। ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই বিজয়ের উৎসব থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য, মানুষকে বিপথগামী করার জন্য বিজয়ের মাসে ষড়যন্ত্র করছে। এই ডিসেম্বর মাসে তারা বিভিন্ন রকম তারিখ দিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। তিনি বলেন, ‘বিএনপির গাত্রদাহ নিবারণ করার জন্য আজ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, ১৪ দল থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই সজাগ, সচেতন। তারা (বিএনপি) বলেছিল, ১০ ডিসেম্বর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে। আর খালেদা জিয়া দেশ শাসন করবে। তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন তো দূরের কথা, আজ তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। তারা বলছে, তাদের নাকি ১০ ডিসেম্বর জয় হয়েছে। তারা সরকারের কাছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মুচলেকা দিয়ে গোলাপবাগে সভা করেছে, এটাই নাকি তাদের জন্য বিজয়। এই বিজয় নিয়ে তারা সন্তুষ্ট। আমরাও চাই তারা সন্তুষ্ট থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখুক।’ আমির হোসেন আমু বলেন, তারা নাকি সংবিধান কমিশন গঠন করেছে সংবিধান সংশোধনের জন্য। গাত্রদাহ কোথায়? গাত্রদাহ এই সংবিধান। জাতীয় চার মূলনীতি—গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ যেটা জিয়াউর রহমান ছুড়ে ফেলে দিয়েছিল, সেটা পুনঃস্থাপিত হয়েছে। এটা তাদের গাত্রদাহ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আন্তর্জাতিক হ্যারিটেজ হিসেবে ইউনেসকো অন্তর্ভুক্ত করেছে। সে কারণে তাদের গাত্রদাহ। তাই সংবিধান নিয়ে তারা কথা বলে। এ দেশে স্বাধীনতাকামী মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মানুষ, গণতান্ত্রিক মানুষ, প্রগতিশীল মানুষ, অসাম্প্রদায়িক মানুষ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। এখানে ফাটল ধরানোর কোনো সুযোগ নেই। সেই ঐক্যের মধ্য দিয়ে ১৪ দল এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

‘লন্ডন থেকে যে ‘ওহি’ আসে তা মুখ বুজে মানতে হয় ফখরুলদের’

বাংলাদেশ-জাপানের ৮ চুক্তি ও সমঝোতা সই

বিএনপি আল কায়েদা স্টাইলে জনগণের ওপর হামলার ঘোষণা দিচ্ছে: তথ্যমন্ত্রী

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের লাশ উদ্ধার

ষড়যন্ত্রকারীরা ওতপেতে আছে, কান্ডারি হুঁশিয়ার: প্রধানমন্ত্রী

এলপিজি ব্যবহার করে ৪৫ লাখ মানুষ : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আখেরি মোনাজাতে কল্যাণ ঐক্য সম্প্রীতি কামনা : আমিন আমিন ধনিতে মুখরিত তুরাগ তীর

রিজার্ভ কমে ৪১ বিলিয়ন ডলারের ঘরে

সব প্রটোকল মেনে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

যুবসমাজের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান: উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়াতে হবে