logo
Wednesday , 30 November 2022
  1. সকল নিউজ

হুমকি দিয়ে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না- বিএনপিকে ওবায়দুল কাদের

প্রতিবেদক
admin
November 30, 2022 9:42 am

বিএনপিকে সতর্ক করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আন্দোলনের নামে আক্রমণের বদ উদ্দেশ্য থাকলে খবর আছে। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করা হবে। আওয়ামী লীগকে হুমকি দিয়ে দাবিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগ এ দেশের মাটি-মানুষের সঙ্গে সম্পৃক্ত।

এই শিকড় থেকে এ দলকে বিচ্ছিন্ন করা যাবে না। বন্দুকের নল আমাদের ক্ষমতার উৎস নয়। আমাদের ক্ষমতার উৎস দেশের জনগণ। ’

ওবায়দুল কাদের গতকাল মঙ্গলবার নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন এবং নোয়াখালী শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, বিদেশে যারা পালিয়ে বেড়াচ্ছে, একদিন তাদের যে দণ্ড সে দণ্ডও কার্যকর করা হবে ইনশাআল্লাহ। ’

আক্রমণের বদ উদ্দেশ্য থাকলে খবর আছে : নেত্রকোনা শহরের মোক্তারপাড়ার ঈদগাহ মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলনে ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘যে দলের নেতা অর্থ পাচার করে রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে চলে গেছে লন্ডনে, সেই দলের রাজনীতি বাংলাদেশের মানুষ আর মানবে না। ’ তিনি বলেন, ‘জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে। বিএনপির বিরুদ্ধে খেলা হবে। আন্দোলনে খেলা হবে। খেলা হবে নির্বাচনে। ডিসেম্বরে খেলা হবে। ’

১৫ই আগস্ট ও ২১ আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা ১৫ই আগস্টের কুশীলব জেনারেল জিয়াউর রহমান মাস্টারমাইন্ড আর ২১ আগস্টের মাস্টারমাইন্ড হাওয়া ভবনের ছোকরা তারেক রহমান। এটা ইতিহাস। ’ জনতার উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির হুমকিতে আপনারা আতঙ্কিত হবেন না। আমরা আপনাদের পাশে আছি। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির সব অপতৎপরতা প্রতিহত করব। ’

জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সদস্য মারুফা আক্তার পপিসহ অনেকে।

সম্মেলনে রংবেরঙের টি-শার্ট, ক্যাপ, ব্যানার, ফেস্টুন নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে জেলার বিভিন্ন গ্রাম থেকে অন্তত ৪০ হাজার নেতাকর্মী সমবেত হন।

সমাবেশে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিএনপি ধ্বংস করে দিয়েছে। এখন সাংবিধানিক উপায়ে এ দেশের নির্বাচন হবে। বন্দুকের নল দেখিয়ে, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিন শেষ। পঁচাত্তর, একাত্তর আর ২১ আগস্টের খুনিদের এ দেশের রাজনীতিতে আর ঠাঁই হবে না।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি যতই হুমকি দিক, পৃথিবীতে কোনো শক্তি নাই আওয়ামী লীগের রাজনীতিকে পরাজিত করতে পারে। বিএনপি সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন ছিল না। তারা দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। খালেদা জিয়া বর্বরতা, হিংস্রতা ও জঙ্গিদের লালন করেছে। আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। এখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেশকে পাকিস্তান বানাতে চায় বিএনপি। তাদের সমুচিত জবাব দেওয়া হবে। ’

বিদেশে পালিয়ে থাকা দণ্ডিতদের শাস্তি কার্যকর হবে : গতকাল সকাল সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মাঠে নোয়াখালী শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, ‘অনেকেরই মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে। বিদেশে যারা পালিয়ে বেড়াচ্ছে একদিন তাদের যে দণ্ড সে দণ্ডও কার্যকর করা হবে ইনশাআল্লাহ। ’ তিনি বলেন, ‘ফখরুল সাহেবরা আজকে অপপ্রচার করছে। তারা ষড়যন্ত্র করবে, আমরা কাজ করে যাব। আমরা মানুষের পাশে থাকব। আমরা গঠনমূলক সত্য প্রকাশ করব এবং কাজ দিয়ে প্রমাণ করব যে আওয়ামী লীগ জনগণের দল, গণমানুষের কল্যাণে কাজ করে। ’

তিনি আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ করে বলেন, মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না, মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে, শেখ হাসিনার খাঁটি কর্মী হতে হবে। ওবায়দুল কাদের বলেন, ‘মুজিব কোট খুনি খন্দকার মোশতাকও পরেছে, পঁচাত্তরের সেই বিশ্বাসঘাতকরা। ’

তিনি বলেন, ‘আমার বার্তা হচ্ছে প্রধানমন্ত্রীর বার্তা, বঙ্গবন্ধুকন্যার বার্তা। আওয়ামী লীগকে আরো ঐক্যবদ্ধ, আরো সংগঠিত, আরো সুশৃঙ্খল করতে হবে। নোয়াখালীর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দুর্গ ছিল। এখন এটাকে শেখ হাসিনার শক্তিশালী দুর্গে পরিণত করতে হবে। ’ নোয়াখালীতে তিনি কোনো বিভেদ দেখতে চান না বলে মন্তব্য করেন।

আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে বিএনপি হত্যা করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, ‘এখন বিএনপি নেতারা ঘরে আছে, অথচ আমরা তাদের শাসনামলের পাঁচ বছরে পাঁচ দিনও ঘরে থাকতে পারিনি। ’ তিনি বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই, আন্দোলন করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুক, কোনো আপত্তি নেই, কিন্তু আগুন নিয়ে খেললে, সহিংসতা করতে চাইলে, আমরা সতর্কতার সঙ্গে প্রস্তুত রয়েছি এবং জনগণের জানমাল রক্ষায় যেকোনো ধরনের সন্ত্রাসের সমুচিত জবাব দেওয়া হবে। ’

নেত্রকোনা আওয়ামী লীগের সভাপতি আমিরুল, সাধারণ সম্পাদক শামছুর : সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এতে আগামী তিন বছরের জন্য অ্যাডভোকেট আমিরুল ইসলাম সভাপতি ও শামছুর রহমান ভিপি লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি অবৈধভাবে ক্ষমতা দখলের নীলনকশা বাস্তবায়নে মাঠে নেমেছে : আ জ ম নাছির

রায়হানকে নির্যাতনে হত্যা: পালিয়েছে এসআই আকবর

আবারও গরমে বেঁকে গেল রেললাইন!

ছয় লেনে উন্নীত হচ্ছে ঝিনাইদহ-যশোর মহাসড়ক

আগামী ১০ বছরে বিএনপি-জামায়াত বলে কোনো দল থাকবে না: সজীব ওয়াজেদ জয়

কোটা রাশেদ: ‘আঙুল ফুলে কলাগাছ’ বনে যাওয়া ভণ্ড নেতার কাহিনী

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করাই আমাদের লক্ষ্য : ত্রাণ প্রতিমন্ত্রী

জিয়াউর রহমানই বাংলাদেশে প্রহসনের নির্বাচনের উদ্যোক্তা”-১৯৭৭ সনের গনভোট।

বিএনপি-জামায়াতের বিচারের জন্য আল্লাহ যথেষ্ট: শামীম ওসমান

আন্দোলনে বাধা দেব না, নাশকতা করলে উপযুক্ত শিক্ষা দেব: প্রধানমন্ত্রী