স্কুলের পরিত্যক্ত ঘরে মিললো দুই ভাইয়ের মরদেহ


admin প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২২, ১২:৪০ অপরাহ্ন | 607
স্কুলের পরিত্যক্ত ঘরে মিললো দুই ভাইয়ের মরদেহ

দিনাজপুরের বিরল উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ঘরে মিলেছে দুই ভাইয়ের মরদেহ। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।দুই শিশু হলো- শংকরপুর ঘোড়ানীর গ্রামের শরিফুল ইসলামের ছেলে ইমন (৭) ও ইমরান (৩)।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ দুটির সুরতহাল তৈরি করছি। এরপর উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পেলে আসল ঘটনা জানা যাবে। এছাড়া এলাকাবাসী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করে বিস্তারিত জানার চেষ্টা করছি।