logo
Friday , 11 November 2022
  1. সকল নিউজ

কম মূল্যে সৌদি আরব থেকে জ্বালানি তেল চায় বাংলাদেশ

প্রতিবেদক
admin
November 11, 2022 12:05 pm

বৈশ্বিক এই সংকটে সৌদি আরব থেকে কম মূল্যে জ্বালানি তেল পেতে চায় বাংলাদেশ। এছাড়া ডেফার্ড পেমেন্টেও বাংলাদেশ জ্বালানি তেল কিনতে আগ্রহী।

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দাহিলানের সঙ্গে বৃহস্পতিবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই আগ্রহের কথা জানান। সাক্ষাৎকালে পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে সৌদি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে। এদের মধ্যে একোয়া পাওয়ার কোম্পানি দেড় বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ‘ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের সঙ্গে ব্যাবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে চাই। বৈশ্বিক এই সংকটে বাংলাদেশ সৌদি আরব থেকে তুলনামূলক কম মূল্যে জ্বালানি তেল পেতে চায়। ডেফার্ড পেমেন্টেও (বিলম্বে পরিশোধ) আমরা জ্বালানি তেল ক্রয় করতে আগ্রহী। ’

সর্বশেষ - সকল নিউজ