logo
Sunday , 30 October 2022
  1. সকল নিউজ

দেশে আরো এক হাজার আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
admin
October 30, 2022 8:39 am

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বর্তমানে দেশে ৪২৩টি আশ্রয়কেন্দ্র ও সাড়ে ৫০০ মুজিব কেল্লার নির্মাণকাজ চলমান। এছাড়া আরো এক হাজার আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রকল্প নেয়া হবে।

গতকাল শুক্রবার দুপুরে ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা দুর্যোগের পর বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখতে পাই প্রয়োজনের তুলনায় আশ্রয়কেন্দ্র অনেক কম। এ কারণে অন্যান্য স্থাপনাকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করতে হয়। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষতি কমাতে শিগগিরই দেশে আরো আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জ্যাবক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, মনপুরার ইউএনও আশিষ কুমার প্রমুখ।

পরে মনপুরা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

সর্বশেষ - সকল নিউজ