১০ বছর পর বিশ্বজিৎ হত্যা মামলার আসামি গ্রেফতার


admin প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২২, ৮:৩২ পূর্বাহ্ন | 685
১০ বছর পর বিশ্বজিৎ হত্যা মামলার আসামি গ্রেফতার

দশ বছর পর আলোচিত বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পলাতক আসামি মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (১৬ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৭ অক্টোবর) সকালে র‌্যাব-২ এর সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, রোববার রাতে গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে মোশাররফ হোসেন ওরফে আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ মামলায় ২১ আসামির মধ্যে আট জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হত‌্যাকাণ্ডের পর থেকে মোশাররফ পলাতক ছিলেন। ২০১৭ সালে হাইকোর্টও মোশাররফের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখেন।