logo
Tuesday , 11 October 2022
  1. সকল নিউজ

সীমান্তে মানুষ হত্যা ভারতের জন্য লজ্জাজনক: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
admin
October 11, 2022 8:21 am

বাংলাদেশ ও ভারতের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হওয়ার পরও সীমান্তে মানুষ হত্যার ঘটনা নয়াদিল্লির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

গত রোববার (৯ অক্টোবর) সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির প্রাণহানি প্রসঙ্গে জানতে চাইলে ড. মোমেন বলেন, এটা খুবই দুঃখজনক। কয়দিন পর পর বাংলাদেশ-ভারত সীমান্তে মানুষ মারা যায়। যদিও এটা সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, আমরা একটা লাশও বর্ডারে দেখতে চাই না। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে।

‘সীমান্তে হত্যা আমাদের জন্য দুঃখজনক। তারা তাদের ফোর্সকে যদি নিয়ন্ত্রণে না রাখে, ভারতের মতো একটি শক্তিশালী, উন্নত, পরিপক্ব গণতন্ত্রের দেশ, তারা যদি তাদের লোকগুলোকে নিয়ন্ত্রণে না রাখে, এটি তাদের জন্য লজ্জাজনক।’

মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সেদেশের সশস্ত্র বিদ্রোহীদের সংঘাতের জেরে বাংলাদেশ সীমান্তে অস্থিতিশীলতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার ইস্যুতে আজকেও প্রধানমন্ত্রী দিক-নির্দেশনা দিয়েছেন। কিন্তু যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারে ব্যবসা-বাণিজ্য বাড়িয়ে চলেছে।

সর্বশেষ - সকল নিউজ