logo
Saturday , 1 October 2022
  1. সকল নিউজ

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে বিভক্ত ইইউ

প্রতিবেদক
admin
October 1, 2022 8:33 am

ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করে শুক্রবার একটি ডিক্রি জারি করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তার এমন উদ্যোগের পর রাশিয়ার ওপর আরও ‘কঠোর’ অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন।

অবশ্য পুতিন এমন ঘোষণা দেওয়ার আগেই রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিতে প্রস্তাব দিয়েছিল ইউরোপিয়ান কমিশন। এ নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে বৈঠকও হয়।

তবে বিবিসি জানিয়েছে, নতুন নিষেধাজ্ঞা নিয়ে তেমন অগ্রগতি হয়নি। উল্টো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে বিভক্ত হয়ে পরেছে ইউরোপীয় ইউনিয়ন।

গণমাধ্যমটি আরও জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ মনে করছে যতটুকু তাদের করার ছিল তার বেশিরভাগই তারা করে ফেলেছে। বর্তমানে তাদের চিন্তা হলো আসন্ন শীত নিয়ে। জ্বালানি সংকটের মধ্যে কিভাবে শীত পার করবে সেটি নিয়ে ভাবছে তারা।

তবে পোল্যান্ডসহ বাল্টিক অঞ্চলের কিছু দেশ আছে, যারা চায় রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়া হোক।

নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিভক্তের বিষয়টি আরও পরিস্কার হয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার বক্তব্যে।

তিনি জানিয়েছেন, রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হচ্ছে সেগুলো অপ্রতুল। তিনি এও বলেছেন, তার মনে হচ্ছে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার মোমেন্টাম হারিয়ে ফেলেছে পশ্চিমারা। যুদ্ধের শুরুতে তারা যেমনটি এক হয়েছিল এখন তেমনটি হচ্ছে না।

সর্বশেষ - সকল নিউজ