logo
Saturday , 24 September 2022
  1. সকল নিউজ

গোপনে রাশিয়া থেকে তেল নিচ্ছে ইউরোপ: নিক্কেই এশিয়া

প্রতিবেদক
admin
September 24, 2022 2:35 pm

ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর পর থেকে রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

কিন্তু গোপনে রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে ইউরোপের বিভিন্ন দেশ। খবর নিক্কেই এশিয়ার।

জাপানের ব্যবসা-বাণিজ্যের খবর নিয়ে প্রকাশিত প্রভাবশালী পত্রিকা নিক্কেই এশিয়া এ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ফেব্রুয়ারির পর নিষেধাজ্ঞার মধ্যেই এ পর্যন্ত ৪১টি তেলবাহী ট্যাংকারবোঝাই রাশিয়ার তেল ইউরোপের বিভিন্ন দেশে গেছে।

রাশিয়া থেকে জাহাজে করে এসব তেল গ্রিস উপকূলে নেওয়ার পর ইউরোপের দেশগুলোর জাহাজে ভরা হচ্ছে। সেখান থেকে নিজ নিজ দেশে নির্বিঘ্নে রাশিয়ার তেল নিয়ে যাচ্ছে ইউরোপের দেশগুলো।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রকাশ্যে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিলেও গোপনে এভাবে তেল কিনলে এর কোনো প্রভাবই পড়বে না মস্কোর ওপর।

সর্বশেষ - সকল নিউজ