logo
Friday , 2 September 2022
  1. সকল নিউজ

নির্বাচনে কারচুপির দায়ে ৩ বছরের সাজা সু চি’র

প্রতিবেদক
admin
September 2, 2022 3:07 pm

নির্বাচনে জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি। শুক্রবার (২ সেপ্টেম্বর) তাকে ৩ বছরের সাজা প্রদান করেছেন দেশটির সামরিক আদালত।

শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের এই নেত্রী দুর্নীতিসহ বেশ কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ইতোমধ্যে ১৭ বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। যদিও নিজেকে নির্দোষ দাবি করে আসছেন সু চি।

২০২০ সালের সাধারণ নির্বাচনে জালিয়াতি, নির্বাচনী কর্মকর্তাদের হুমকি এবং আইন বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শুক্রবার এই শাস্তির রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে বিচারক বলেন, ২০২০ সালে তিনি সাধারণ নির্বাচনে জালিয়াতি করেছেন।

ওই বছরের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয় সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। যার ফলে সামরিক বাহিনী দল পরাজিত হয়। এদিকে জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছে এনএলডি।

নতুন রায় ঘোষণায় সামরিক সরকারের এক মুখপাত্রের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে অস্বীকৃতি জানান তিনি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা নেয় সামরিক বাহিনী। এরপরই তাকেসহ অনেকে রাজনৈতিক ব্যক্তিদের আটক করে বিচারের আওতায় আনা হয়। সু চির মুক্তির দাবিতে সামরিক সরকারকে চাপ দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো।

সূত্র: রয়টার্স

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত