logo
Tuesday , 30 August 2022
  1. সকল নিউজ

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান ফেরাতে আপিল : প্রতিমন্ত্রী

প্রতিবেদক
admin
August 30, 2022 8:19 am

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়ার বিধানসংক্রান্ত সরকারি চাকরি আইনের ধারা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিল আবেদন) করবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদে সরকারি চাকরি আইনের সংশোধনী বিল উত্থাপনের সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কথা বলেন।

প্রসঙ্গত, ২৫ আগস্ট সরকারি চাকরি আইনের ৪১(১) ধারা সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। এই ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত অভিযোগে করা ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হওয়ার আগে তাকে গ্রেপ্তার করতে হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।

গতকাল সোমবার প্রতিমন্ত্রী ২০১৮ সালের সরকারি চাকরি আইন সংশোধন করার সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২২ সংসদে উত্থাপনের সময় আপত্তি জানান বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি বলেন, ‘এই আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সম্প্রতি উচ্চ আদালতের একটি রায় হয়েছে। তাই এই আইন অকার্যকর। প্রশাসনের কর্মকর্তাদের বিশেষ সুবিধা দেওয়া সংবিধানের সঙ্গে যায় না। ’

যারা অপরাধ করবেন, তাদের কি আইনের আওতায় আনা হবে না এমন প্রশ্ন রেখে হারুন বলেন, ‘আগে এই আইনে যেসব অসংগতি আছে, সেগুলো দূর করতে হবে। ‘

জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘আইনে কারো ব্যক্তিগত অপরাধের দায়মুক্তি নেই। সরকারি কর্মচারীরা যাতে অহেতুক হয়রানির শিকার না হন, সে জন্য ভারতসহ বিভিন্ন দেশের আইনে এই বিধান আছে। সিআরপির ১৯৭ ধারাতেও এটি আছে। ‘

তিনি জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার লিভ টু আপিল করবে। পরে সংসদ সদস্য হারুনের আপত্তি কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। তখন প্রতিমন্ত্রী বিলটি উত্থাপন করেন এবং পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণাল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বেতন-ভাতা নির্ধারণে অর্থ বিভাগের করণীয় সম্পর্কে বিধান স্পষ্ট করতে বিলটি আনা হয়েছে।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

উন্নয়ন অগ্রযাত্রায় চীনের আরো সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠান ঘিরে রূপপুরে উৎসবের রং!

বিএনপিকে পাঁচ বছর অপেক্ষা করতে হবে : শেখ তন্ময়

প্রবাসে কোনো অপরাধীর দায়িত্ব সরকার নেবে না: প্রধানমন্ত্রী

‌‘দগ্ধদের চিকিৎসায় টাকা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী’

প্রদীপ দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় রায় আজ

আগামী মাসেই পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে: পাটমন্ত্রী

সমুদ্রে গবেষণায় জাহাজ কিনবে সরকার : প্রধানমন্ত্রী

রাত ৮টার পর জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ রাখতে চান মেয়র তাপস

১০ ট্রাক অস্ত্রের কেন্দ্রবিন্দুতে ছিলেন শীর্ষ বিএনপি নেতা : গগনজিৎ সিং