logo
Thursday , 25 August 2022
  1. সকল নিউজ

‘বিরোধ সৃষ্টি না করে আসুন মানুষ হিসেবে বাঁচি’

প্রতিবেদক
admin
August 25, 2022 9:34 am

সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি না করে সব মানুষের মাঝে সম্প্রীতির আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘আমাদের সবার গন্তব্য একই, শুধু পথটা আলাদা। যেভাবে আপনার আবির্ভাব, সেভাবে আমারও। আপনি যেমন অনন্তকাল থাকতে পারবেন না, তেমনই আমিও পারবো না। আমাদের মৃত্যু অনিবার্য। নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি না করে, হিন্দু-মুসলিমকে আলাদা দৃষ্টিতে না দেখে– আসুন, আমরা মানুষ হই। মানুষ হিসেবে বাঁচি।’

বুধবার (২৪ আগস্ট) পিরোজপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু কল্যাণ ট্রাস্ট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শ ম রেজাউল করিম বলেন, ‘জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ ও খালেদা জিয়া স্বাধীনতাবিরোধীদের পৃষ্ঠপোষক। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করার গডফাদার। খালেদা জিয়া সরকার ক্ষমতায় এসে মতিউর রহমান নিজামীসহ অনেক রাজাকারকেই মন্ত্রিসভার সদস্য করে ষোলকলা পূর্ণ করেছিল। স্বাধীনতাবিরোধীরা যেন কোনোভাবেই আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের কথা তুলে ধরে বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্বাস করেন, যারা অপরাধ করে তাদের কোনও দল নেই, তাদের কোনও মত নেই, তাদের কোনও পরিচয় নেই। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে দেশের যে উন্নয়ন করেছে, খালেদা জিয়া এলে তা সম্ভব হতো না।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন– পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ সাইদুর রহমান, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু ও ভানুলাল দে, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বায়েজীদ হোসেন, পিরোজপুর হিন্দু কল্যাণ ট্রাস্টের এ পি ডি প্রিয়াংকা সিকদার।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

২০২৬ সালে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালু করা যাবে

আন্দোলনে আগ্রহ নেই বিএনপির তৃণমূল নেতাকর্মীদের,সাড়া নেই জনগণেরও

পি কে হালদারের পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব: আইনমন্ত্রী

কর-জিডিপি ২% পয়েন্ট বাড়ালে রাজস্ব বাড়বে ৬৭,০০০ কোটি

আজ থেকে হজের নিবন্ধন শুরু

স্মার্ট-উদ্ভাবনী সমাজ গড়তে ৫টি মূল সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

নির্বাচনকালীন সরকারের রূপরেখা, বিএনপির প্রস্তাবে তিন ইস্যু অগ্রাধিকারে

যুক্তরাষ্ট্রে ফের এলোপাতাড়ি গুলি, নিহত ৪

বিএনপি নাশকতা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

অপেশাদার সাংবাদিকতায় সৃষ্ট পরিস্থিতিতে প্রেস ক্লাবের উদ্বেগ